Monday, May 20, 2024

মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬


চট্টগ্রাম মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ছয় জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার ১২নং খইয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনুর হামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন (৩৫) আহত হয়েছেন। উপজেলার খৈয়াছরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা মীরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শাখাওয়াত খৈয়াছরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব পোলমোগরা এলাকার আব্দুর রুপ মুন্সী বাড়ির মো. ওমর ফারুকের ছেলে।

জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার (৮ মে) মীরসরাই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে জয়লাভ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ)। 
নির্বাচনি ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের (ঘোড়া) সমর্থকরা পরাজিত হয়ে কাপ-পিরিচ সমর্থকদের ওপর হামলা করেন।

এদিকে বুধবার রাত ১০টায় বাবলু এবং আফাজের নেতৃত্বে খৈয়াছরা ইউনিয়নের বড়তাকিয়া বাজারে মন্নান সওদাগরের দোকানে ভাঙচুর এবং হামলা চালায় উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শেখ আতাউর রহমানের সমর্থকরা। হামলায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত এনায়েত হোসেন নয়নের এজেন্ট আমজাদ হোসেন (৩৫), সোহরাব হোসেন সোহেল (৩০), ওয়াসিম উদ্দিন সুমন (৩৫) ও সাইফুল ইসলাম (৩০) আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমজাদ হোসেন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে এসেছেন।

আহত আমজাদ হোসেন বলেন, বুধবার রাত ১০টায় বাবলু এবং আফাজের নেতৃত্বে ২০/২৫ জনের একটি গ্রুপ এসে বড়তাকিয়া বাজার আমার দোকান মান্নান স্টোরে এসে অতর্কিত হামলা চালায় এবং দোকানে থাকা রড় দিয়ে আমাকে এবং আমার সঙ্গে আরও তিন জনের ওপর তারা হামলা করে।

তিনি আরও বলেন, আমি কেন এনায়েত হোসেন নয়নের কাপ পিরিচের জন্য কাজ করেছি। আমরা কেন শেখ আতাউর রহমানের ঘোড়া সমর্থনে কাজ করিনি। এ জন্য তারা আমাদের ওপর হামলা করেছে।

আহত খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন বলেন, আমার জেঠাতো ভাই জাহেদ (৫০) উপজেলা পরিষদ নির্বাচনে এনায়েত হোসেন নয়নের কাপ পিরিচ প্রতীকের সমর্থনে নির্বাচনি প্রচার প্রচারণা করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ আতাউর রহমানের (ঘোড়া) সমর্থক আফাজ এবং বাবলু সকালে বড়তাকিয়া বাজারে মারধর করে। মারধরের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে মৌখিকভাবে জানাতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে কিল ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মেরে এবং হাতে থাকা কলম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে চিৎকার শুনে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় যদি মামলা করি তাহলে আমাকে পুনরায় মারধর করবে বলে হুমকিধমকি দিচ্ছে। আমি এ হামলার বিচার চাই।

এই বিষয়ে যোগাযোগ করা হলে খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুন বলেন, শাখাওয়াত নামে একজন এসে আমাকে হুমকি দিয়ে কথাবার্তা বলতেছে। তখন রাগান্বিত হয়ে গালে দুটি থাপ্পড় দিয়েছি। এখানে তখন অনেক লোকজন উপস্থিত ছিলেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. এরশাদ উল্লাহ বলেন, বৃহস্পতিবার সকালে শাখাওয়াত হোসেন একজন হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই আমির হোসেন বলেন, হামলার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles