Friday, May 17, 2024

নিরাপত্তা কর্মকর্তার অপসারণ চান ইবি শিক্ষক


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম ওরফে সেলিম এবং অভিযোগকারী পিসি আলতাফ হোসেনের অপসারণ চেয়ে লিখিত অভিযোগ করেছেন সহযোগী অধ্যাপক ড. আবু শিবলী মো. ফতেহ আলী চৌধুরী। গত মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার বরাবর এ লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগ পত্রে তিনি বলেন, অনুষদ ভবনে আমার রাত ১১টায় প্রবেশের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সেদিন আমি সন্ধ্যার পর থেকেই আমার কক্ষে কাজ করছিলাম। ভবনে প্রবেশের সময়ে আনসার সদস্যরা আমাকে নিষেধ করেনি। তাছাড়া আমি নিজেও এই ভর্তি পরীক্ষা কমিটির একজন সদস্য।

এদিকে আমার রুমে কাজ করার সময়ে এক আনসার এসে বলেন, ‘প্রক্টর স্যার আপনাকে রুম থেকে বেরিয়ে যেতে বলেছেন।’ পরে প্রক্টরের কাছে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন ‘আমি কাউকে বলিনি আপনি রুম থেকে বেরিয়ে যান।’ এসময় প্রক্টরকে আমার রুমে অবস্থানের কারণ জানালে সে তা কন্টিনিউ করতে বলেন।

তখন ঐ আনসার সদস্য জানান, তাকে নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম পাঠিয়েছেন। প্রক্টর আমাকে রুম থেকে বের হওয়ার জন্য না বললেও তার কথা উল্লেখ করে নিরাপত্তা কর্মকর্তা আনসার সদস্যকে দিয়ে এ কাজটি করিয়েছে, যা তার এখতিয়ার বহির্ভূত। এছাড়াও লিখিত অভিযোগে, নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম (সেলিম) ও অভিযোগকারী পিসি আলতাফ হোসেনকে তাদের পদ থেকে অপসারণ দাবি করেন।

এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন নিরাপত্তা কর্মকর্তা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। 

জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমন্বয়কারী অফিস ও এর সব কার্যাদি সম্পাদনের কন্ট্রোল রুম অনুষদ ভবনে থাকায় এতে পরীক্ষার আগের দিন রাত ৮টার পরে প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ওই ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তারা প্রবেশ করতে পারবেন। 

এ নিষেধাজ্ঞা না মেনে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বাঁধা উপেক্ষা করে দুই শিক্ষকের বিরুদ্ধে ভর্তি পরীক্ষার আগের রাতে তালাবদ্ধ ভবনে প্রবেশ করার লিখিত অভিযোগ করা হয়। আনসারদের অভিযোগসহ প্রধান নিরাপত্তা কর্মকর্তা থেকে নোট পেয়ে সোমবার (২৯ এপ্রিল) প্রক্টর অফিস থেকে প্রশাসনের অবগতির জন্য অভিযোগ রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করেন।

অভিযোগে বলা হয়, গত ২৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টায় অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এবং রাত ১১টায় ড. আবু শিবলী মো. ফতেহ আলী অনুষদ ভবনে প্রবেশ করেন। ভবনে প্রবেশ করতে গেলে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদেরকে প্রবেশ না করার অনুরোধ করলেও আনসারদের কথা অমান্য করে তারা প্রবেশ করেন। প্রশাসনিক সিন্ধান্ত অমান্য করে তারা এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি তাৎক্ষনিকভাবে নিরাপত্তা কর্মকর্তাকে জানানো হয়েছে। এমতাবস্থায় জরুরি নিরাপত্তা দায়িত্ব পালন তাদের পক্ষে কষ্টসাধ্য ও ঝুকিপূর্ণ বলে লিখিত অভিযোগে দাবি করেন তারা।

এ অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের কাছে জানতে চাইলে তিনি বিষয়টিকে ফালতু আখ্যা দেন।

সহযোগী অধ্যাপক ড. আবু শিবলী মো. ফতেহ বলেন, বই রিভিউ করতে রেফারেন্স দরকার। তাই সেদিন আমি আমার চেম্বারে বসে বই রিভিউ করছিলাম। সন্ধ্যার পর থেকেই আমি ওইদিন কাজ করছিলাম। কিন্তু মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে ১১টার সময় ঢুকেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যখন আনসার আমাকে রুমে থেকে বেরিয়ে যেতে বলেছে, আমি তখন প্রক্টরে কে কল করি এবং আমার কাজের কথা বলি। তখন তিনি আমাকে বলেছিলেন, আচ্ছা ঠিক আছে আপনি আপনার কাজ করেন। কিন্তু তিনি এখন অস্বীকার করছেন। এখন যে মৌখিক বিজ্ঞপ্তির কথা বলছে, যা সম্পূর্ণ মিথ্যা। পরীক্ষার আগের রাতে রুমে প্রবেশ করা যাবে না, এমন কথা আগে বলেনি। এমনকি আমাদের ভর্তি পরীক্ষার মিটিংয়েও বলা হয়নি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ গণমাধ্যমকে বলেন, ভর্তি পরীক্ষার আগের রাতে ভবনে প্রবেশ নিষেধ ছিল। তবুও ওই শিক্ষকরা ভবনে প্রবেশ করেছিলেন। পরে ২৭ এপ্রিল আনসারদের অভিযোগসহ নিরাপত্তা কর্মকর্তা আমাকে একটি নোট পাঠান। আমি এটিকে রেজিস্ট্রার বরাবর প্রেরণ করেছি। কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান বলেন, অভিযোগপত্রটি পেয়েছি। এখন ক্যাম্পাস বন্ধ রয়েছে। আগামী শনিবারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles