Saturday, October 5, 2024

১৭৪ জনের খোঁজে স্বজনরা, তদন্ত কমিটি বলছে ‘ভবন ভাঙার পর অভিযান’


নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন লাগার ঘটনায় ১৭৪ জনের সন্ধানে স্বজনরা ভিড় করেছেন। পরে আরও কয়েক ধাপে নিখোঁজের তালিকা করা হয়। তবে আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ অথবা মৃতদেহের অংশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি করে যাচ্ছেন নিখোঁজ দাবি করা স্বজনরা। ইতিমধ্যে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ করে মাথার খুলি ও হাড়ের টুকরো পেয়েছে বলে দাবি করছেন। এদিকে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) টিম ও ফায়ার সার্ভিস। এই অবস্থায় নিখোঁজ ব্যক্তিদের মোবাইল ফোন লোকেশন ট্র্যাকিং করে ও উদ্ধার হওয়া হাড়ের টুকরোর ডিএনএ টেস্ট করে নিখোঁজদের পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

এর আগে, ২৫ আগস্ট রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। দীর্ঘ ২১ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ভোর ৫টায় আগুন নেভানোর কথা জানালেও বিকাল থেকে ফের ভবনটিতে আগুন জ্বলে ওঠে। পরে দফায় দফায় বিভিন্ন সময় আগুন জ্বলে উঠতে দেখা যায়। এই অবস্থায় ড্রোন ক্যামেরা ও মই ব্যবহার করে ডেড বডির কোনও আলামত পায়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। পরে ভবনের নিচের বেসমেন্টে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। আর ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার ফ্লোর ধসে পড়ায় তা বেশ ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় উদ্ধার অভিযান সম্ভব নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে গণশুনানি শেষে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা আগুনে পুড়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ করে মাথার খুলি ও হাড়ের টুকরো পেয়েছে বলে দাবি করেন।

এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। 

তদন্ত কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে ভেতরে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয়। তবে নিখোঁজ ব্যক্তিদের স্বজরা আবেগের বশে ভেতরে প্রবেশ করেছে। এটা খুব ঝুঁকিপূর্ণ। তবে সিদ্ধান্ত নিয়ে ভবনটি ভেঙে ফেলা হবে। এরপর উদ্ধার অভিযান চালানো হতে পারে। আর গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও গোয়েন্দা সংস্থার তথ্য মিলিয়ে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করার চেষ্টা চলছে।

তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কোনও লাশ বা লাশের শরীরের বিভিন্ন অংশ পেলে যেভাবে ব্যবস্থা নেওয়া হয় সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া হাড়ের বিভিন্ন অংশ ডিএনএ টেস্ট করে পরিচয় শনাক্ত করা হবে।

ক্ষতিগ্রস্ত ভবনে থাকা বাকি লাশের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, বুয়েট টিম এসে ভবনটি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন। সে অনুযায়ী পরে সিদ্ধান্ত নেওয়া হবে। নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা ভবনটির তৃতীয় তলাসহ বিভিন্ন স্থানে প্রবেশ করছে যা খুবই ঝুঁকিপূর্ণ। তবে বাকি মৃতদেহের অংশ যদি ভবনে থেকে থাকে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভবনে আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি তদন্তের বিষয়। এত অল্প সময়ের মধ্যে এ বিষয়ে এখনি বলা সম্ভব নয়। তবে নিখোঁজ ব্যক্তি যারা রয়েছে তারা কেউ এই কারখানার শ্রমিক বা কর্মী নন। এমনকি তারা লুটপাট করতে এসে আগুনে পুড়ে মারা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি। 

রবিবার অনুষ্ঠিত গণশুনানি প্রসঙ্গে তিনি বলেন, গণশুনানি করে নিখোঁজ ৭৮ জনের তালিকা করা হয়েছে। স্বজনের কাছ থেকে নিখোঁজদের ছবি সংগ্রহ এবং নাম-ঠিকানা লিপিবদ্ধ করা হয়েছে। তাদের সবশেষ অবস্থান জানতে মোবাইল ফোন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।

উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অফিসার তালহা বিন জসিম বাংলা ট্রিবিউনকে বলেন, পুড়ে যাওয়া ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরোপুরি উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। ফলে উদ্ধার অভিযান সমাপ্ত করে অনেক আগেই আমরা চলে এসেছি। পরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা আবেগের বশে ঝুঁকিপূর্ণ ভবনটিতে প্রবেশ করেছে এবং এসব হাড়ের টুকরো উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। তবে ওই ভবনে প্রবেশ খুব ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় হাড় ও নিখোঁজ ব্যক্তিদের দেহের নানা অংশ উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে। 

এই ঘটনায় স্বজনদের দাবি অনুযায়ী ১৭৪ জন নিখোঁজের তালিকা করে ফায়ার সার্ভিস। পরে নিখোঁজের তালিকা নিয়ে ধোঁয়াশা তৈরি হলে শিক্ষার্থীরা ফের নতুন করে ১২১ জনের তালিকা করেছে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম করা হয়। সেখানে নামের তালিকা যাচাই-বাছাই করে একটি তালিকা করা হবে বলে জানিয়েছেন।




👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles