‘আমার বাসায় আজ আপনার দাওয়াত। আপনি সন্ধ্যার মধ্যে চলে আসবেন’— এমন দাওয়াতে সাড়া দিয়ে সন্ধ্যায় আপনি সে বাসায় যাবেন বটে, কিন্তু বাইরে গেটে লেখা থাকবে— ‘অতিথির গাড়ি বাইরে রাখুন, আদেশক্রমে কর্তৃপক্ষ’। গাড়ি বাইরে রাখা মানে রাস্তায়। সে রাস্তায় একটি গাড়ি রাখা মানে আরেকটি গাড়ি যেতে পারবে না। আর আরেকটু দূরের কোনও রাস্তায় রাখলে ট্রাফিক সার্জেন্ট এসে জানাবে— আপনি অবৈধ পার্কিংয়ের দায়ে অভিযুক্ত।
আবার বাসাবাড়ির লিফটে ওঠার সময় আপনি আরও কিছু নির্দেশনা পাবেন। গাড়ির চালক, পরিচারিকা, মিস্ত্রী লিফট ব্যবহার করতে পারবেন না। এই শ্রেণির মানুষ কেন বহুতল বাসায় সিঁড়ি বেয়ে উঠবেন, তার উত্তর মেলে না। কর্তৃপক্ষ চান না তারা লিফট ব্যবহার করুক। এ ধরনের আদেশকে অবমাননাকর বলে মনে করেন মানবাধিকারকর্মীরা। তারা বলছেন, বাড়ি পরিচালনার জন্য ফ্ল্যাট মালিকদের যে সমিতি তৈরি করা হয়, তারা এ ধরনের আদেশ দিতে পারেন না। প্রতিটি বাড়িতে যে কর্মীরা কাজ করেন, বা বাইরে থেকে নানা কাজে যে শ্রমিক শ্রেণির লোক আসেন, তারা অবশ্যই লিফট ব্যবহার করবেন। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে ঠিক পার্কিং বলে কোনও বিষয় আমাদের এই শহরে নেই। আপনি গাড়ি রাখার ব্যবস্থা করেছেন, কিন্তু আমি রাখিনি, জরিমানা তখন করতে পারবেন। আপনি আমাকে গাড়ি কেনার অনুমতি দিয়েছেন, কিন্তু সেটা কোথায় রাখবো— তার সুব্যবস্থা করেননি, তার দায় গাড়ি মালিকের হতে পারে না।
মে মাসের শুরুতে তেমনই এক দাওয়াতে গিয়ে বেকায়দায় পড়েন রাশেদুল হাসান। অতিথির গাড়ি বাইরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং আশেপাশে কোনও পার্কিংয়ের সুব্যবস্থা ছিল না। দাওয়াতের অর্ধেক না যেতেই তিনি খবর পান— তার গাড়িকে জরিমানা করা হয়েছে। তিনি বের হয়ে গিয়ে দফারফা করে, জরিমানা গুনে বাসায় ফেরেন একরাশ তিক্ততা নিয়ে। এই যে বাড়ির বাইরে গাড়ি রাখার আদেশ দিলো কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ কারা? তাদের আদেশ কারণে বাইরে গাড়ি রেখে জরিমানা গুনলে সেটার দায় কার?
এটা কেবল রাশেদুল হাসানের একার সমস্যা না। রাজধানীতে কোনও বাসাতেই বাড়তি গ্যারেজ রাখা হয় না, যেখানে অতিথির গাড়ি রাখা যাবে। যার যার গন্তব্যে নেমে গাড়ি বাইরে পাঠিয়ে দেওয়া হয়। একটি অ্যাপার্টমেন্টে ৪৮টি ফ্ল্যাট, তাদের সবার জন্য গ্যারেজ বরাদ্দ নেই, অতিথি তো দূরের কথা।
আবাসিক এলাকাতে বাইরে রাখা গাড়ি পেলে জরিমানা করার বিষয়ে একজন ট্রাফিক সার্জেন্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের কয়েকটি এলাকা বাদে বাকি সব জায়গাতেই জরিমানার বিধান আছে। আপনি পার্কিং করলে নিজ দায়িত্বে করতে হবে। ধানমন্ডি-২ এর পপুলারের পেছনের প্যারালাল যে রাস্তা, সেখানে গাড়ি রাখতে পারবেন, সামনে পারবেন না। সেরকম বেশকিছু রাস্তা আছে। এই ঘোষণা কে দিলো এবং বাইরের এলাকার গাড়ি কীভাবে সেটা বুঝবেন, সে প্রশ্নের কোনও জবাব নেই তার কাছে।
মহানগরী বিধিমালায় যতগুলো ফ্ল্যাট, ততগুলো গাড়ির জন্য জায়গা রেখে বাড়ির নকশা করার কথা বলা আছে উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক আকতার মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকে দেখা যায়, নকশায় ঠিকই জায়গা রাখে। পরে সেগুলো নানা কাজে ব্যবহার করে। অতিথির জন্য বাড়তি গ্যারেজ বা গাড়ি রাখার স্থানের প্রশ্নই ওঠে না।’ বাইরের দেশে পার্কিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাইরে এত অপরিকল্পিত নগরী আপনি দেখতে পাবেন না।’ এর সমাধান কীভাবে সম্ভব প্রশ্নে তিনি বলেন, ‘‘আমাদেরকে গাড়ি পার্কিংয়ের বিল্ডিং জরুরি ভিত্তিতে তৈরি করতে হবে। আপনি যখন কোনও একটা ব্যবস্থা করে দেবেন, তখনই কেবল আপনি জরিমানা করতে পারবেন। আর অতিথি বাসায় প্রবেশের মুখে ‘অতিথির গাড়ি বাইরে রাখুন: কর্তৃপক্ষ’ লেখা যেন না লেখা থাকে, সেটা নিয়েও আমাদের কথা বলা জরুরি। এটা অবমাননাকর।’’
ভাড়াটিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, ‘এটা এক ধরনের অন্যায় আচরণ, যার ভু্ক্তভোগী মূলত ভাড়াটিয়ারা। যাদের টাকায় বাড়ির মালিকেরা জীবনযাপন করেন, তাদের ন্যূনতম সুবিধা দেওয়া হয় না। এগুলো বই পুস্তকের আদেশে নেই, তাদের নিজস্ব আদেশ। আইনে নেই এমন জিনিস লিখে আদেশ দিয়ে দেয়। কিন্তু সম্মানহানি হচ্ছে কিনা, সেটা বিবেচনা করেন না কেউ।’
নিজেকেও ভুক্তভোগী দাবি করে বাংলাদেশ হাউস ও ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনসের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘অ্যাপার্টমেন্টগুলোতে কার গাড়ি কোথায় থাকবে তা নির্ধারিত থাকার কথা। সব অ্যাপার্টমেন্টে সব ফ্ল্যাট মালিকেরই গ্যারেজ থাকে না, সেখানে অতিথির গাড়ি কীভাবে ভেতরে রাখবে। তাই এ ধরনের অনুরোধ করা হয়, তবে এটা আদেশক্রমে না লেখাই ভালো।’ কীভাবে সমাধান করা যায় প্রশ্নে তিনি বলেন, ‘পার্কিংয়ের সম্ভাব্য জায়গাগুলো এখনই ব্যবহার করতে হবে। এতগুলো ফ্ল্যাইওভার, তার নিচে ব্যবস্থা করে শুরু করুক। এ বষিয়ে সরকারের সদিচ্ছা দরকার।’
👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com