Tuesday, July 1, 2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলা, জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক আহমেদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ক্যাম্পাসে ক্রিয়াশীল মানবাধিকার সংগঠন ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে অনিকের নিজ এলাকায় শিক্ষার্থী পরিচয় গোপন করে ব্যবসায়ী পরিচয়ে দায়ের করা হত্যাচেষ্টার মিথ্যা মামলা প্রত্যাহারে এবং তার ওপর অতর্কিত হামলায় জড়িত সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ প্রশাসনকে আমরা হাতে ধরে মাঠে নামিয়েছি। এই ছাত্রজনতা আপনাদের পক্ষে। পুলিশের যে স্লোগান ‘পুলিশ হবে জনতার’ আমরা তার বাস্তবায়ন চাই। অনিক ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। তার ওপর হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের এই সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। আপনারা আপনাদের দায়িত্ব পালন না করলে আরেকটি অভ্যুত্থান সংগঠিত করতে আমাদের বাধ্য হতে হবে।’

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও স্টুডেন্ড রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, শুরু থেকেই আমরা যারা বৈষম্যবিরোধী আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রেখেছিলাম তার মধ্যে অনিক অন্যতম। সে পূর্বেই মাদার বখশ হলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী গালিব দ্বারা মানসিক এবং শারীরিক হেনস্তার শিকার হন। এমনকি মাথায় পিস্তল ঠেকিয়ে মৃত্যুর হুমকি, শিবির ট্যাগ দিয়ে হল থেকে নামানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটায়। বাংলার আনাচে-কানাচে এখনও তারা ঘাপটি মেরে বসে আছে। আমাদের ঘোষণা অনুযায়ী গণভবণ থেকে প্রতিটি ওয়ার্ড পর্যন্ত আমরা স্বৈরাচারমুক্ত করেই ছাড়বো। যেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে আমরা বসে থাকবো না।

ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুবুল ইসলাম বলেন, অনিককে গত চার বছর ধরে আমি যতটুকু দেখেছি, সে যথেষ্ট বিনয়ী এবং মেধাবী ছেলে। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হওয়ার পর সে এলাকায় গিয়ে যখন আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা ফলপ্রসূ আন্দোলন করে, তখন থেকেই আওয়ামী লীগের সরকারের গুন্ডাবাহিনীদের চক্ষুশূল হয়ে দাঁড়ায়। বিজয়ের পরবর্তীতে বিভিন্ন সময় তাকে আঘাত ও হেনস্তা করার চেষ্টা করে তারা। তার নামে একটা মিথ্যা মামলাও করা হয়েছে। সেই মিথ্যা মামলায় সুবিধা না করতে পারে রাতের আঁধারে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি অনিকের ওউপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমাদের ভুলে গেলে চলবে না স্বৈরাচার সরকারের নেত্রী বা নেতা যা-ই হোক তারা গর্তে ঢুকে গেলেও তারা যে বিষ বৃক্ষ রেখে গেছে, তার রেষ কাটতে বহু বছর সময় লাগবে। আমাদের এখন ভরসার জায়গা হলো ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্য। আর ভরসা হলো ন্যায় ও ন্যায্যতার স্বপক্ষে দাঁড়ানোর জন্য যে প্রেরণা এটা ধারণ করা। এই প্রেরণা ধারণ করতে পারলেই স্বৈরাচারের দোসরদের এই অপচেষ্টা প্রতিহত করতে পারবো।

রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুল ইসলাম, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাশেদ রাজন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও মানবাধিকার কর্মী ফাওজিয়া নওরিন প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাত ১০টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ এলাকার ও বহিরাগত কয়েকজন গতিরোধ অনিককে প্রথমে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারে। এছাড়া তাদের একজন চাইনিজ কুড়াল দিয়ে মাথার বাম পাশে কোপ মারে। ফলে মাথায় ছয়টা সেলাই দিতে হয়েছে। 

অনিকের ভাষ্যানুযী, বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত থাকায় নিজের ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। এ ছাড়া গত ১৩ আগস্ট এ বিষয়ে তাদের সঙ্গে ঝামেলা হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থী পরিচায় গোপন করে ব্যবসায়ী পরিচয়ে তার নামে হত্যাচেষ্টার মিথ্যা মামলা দেয়।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles