Saturday, October 18, 2025

তিন বছরেও উদঘাটন হয়নি রহস্য


২০২১ সালের ৩০ মে রাজধানীর কলাবাগান থেকে ‘গ্রীন লাইফ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’-এর চিকিৎসক ডা. কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার দুই দিন পর সাবিরার ফুফাতো ভাই রেজাউল হাসান মজুমদার কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তিন বছর পেরিয়ে গেলেও এখনও উদঘাটন হয়নি ডা. সাবিরার খুনের রহস্য, জানা যায়নি এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন কত সময় লাগতে পারে— তাও নির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

বর্তমানে মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রয়েছে। সর্বশেষ গত ১৬ মে মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক মোহাম্মদ জুয়েল মিঞা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালত আগামী ১ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ২৯ দফা প্রতিবেদন দাখিলের সময় পেয়েছেন তদন্তকারী সংস্থা।

এদিকে থানা পুলিশের হাত ঘুরে মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত সংস্থা বলতে পারছে না, খুনের কারণ। তবে তারা আশা করছেন, শিগগিরই চাঞ্চল্যকর এর রহস্য উদঘাটন করবেন।

পিবিআই মামলার তদন্ত পাওয়ার পর ২০২২ সালের ১৯ এপ্রিল ডা. সাবিরার স্বামী এ কে এম সামছুদ্দিন আজাদকে শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত আছেন। এ বিষয়ে জানতে চাইলে মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই‘র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জুয়েল মিঞা জানান, মামলাটির তদন্ত চলমান। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদারকি করছে। ভুক্তভোগী ওই চিকিৎসকের স্বামীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল, অনেক তথ্য পাওয়া গেছে। তবে কী কারণে ডা. সাবিরা খুন হয়েছেন, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। সাবিরার স্বামী বাদে এ মামলায় আপাতত কোনও সন্ধিগ্ধ আসামি নেই। 

শিগগিরিই তদন্ত কাজ শেষ করা যাবে— এমনটাই আশাবাদী এই তদন্ত কর্মকর্তা।

ডা. সাবিরার ফুফাতো ভাই মামলার বাদী রেজাউল হাসান মজুমদার জানান, তিন বছর হয়ে গেলো, বিচার পেলাম না। কিছুই হলো না। তার স্বামীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে, তথ্যও পেয়েছে। দুইটা ছেলে-মেয়ে এতিম হয়ে গেছে। পিবিআই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। তবে দুর্ভাগ্য যে তিনটি বছর চলে গেলেও আমরা এখনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি। সাবিরার মা ও ছেলে বিচারের আশায় রয়েছে। আমরা সবাই বিচারের অপেক্ষায় আছি। আমাদের একটাই চাওয়া মামলার তদন্ত শেষ করে মূল আসামিদের আইনের আওতায় আনা হোক। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিকে আসামিপক্ষের আইনজীবী মো. জামাল হোসেন ভুইয়া জানান, দীর্ঘদিন ধরে মামলাটির তদন্তের কোনও অগ্রগতি নেই। ঘটনার ১১ মাস পর ভুক্তভোগী নারীর স্বামীকে গ্রেফতার করা হয়। এই মামলায় সামছুদ্দিন আজাদের জড়িত থাকার কোনও সম্ভাবনা নেই। অথচ নিরপরাধ হয়েও তাকে কারাগারে যেতে হয়েছে। এখনও তাকে মামলার চাপ নিয়ে চলতে হচ্ছে। আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে সব কিছু উদঘাটন হোক। যাতে নিরপরাধ কেউ ভুক্তভোগী না হয়। আমরা আশা করি, এই মামলা থেকে আসামি অব্যাহতি পাবেন।

জানা যায়, ২০২১ সালের ৩০ মে রাজধানীর কলাবাগান প্রথম লেনের তৃতীয় তলার ফ্ল্যাটের শোয়ার ঘর থেকে চিকিৎসক কাজী সাবিরা রহমান ওরফে লিপির রক্তাক্ত ও দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। গলা কাটা, পিঠে ধারালো অস্ত্রের আঘাত ও পোড়া ছিল। এ ঘটনায় ১ জুন সাবিরা ফুফাতো ভাই রেজাউল হাসান মজুমদার কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন। পরের বছর ১৯ এপ্রিল ডা. সাবিরার স্বামী এ কে এম সামছুদ্দিন আজাদকে শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করে। পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২৪ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, সামছুদ্দিন আজাদ দুটি বিয়ের মধ্যে একটির কথা গোপন করে ডা. সাবিরাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি বিষয়টি জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্বামী বিদেশে থাকেন জানিয়ে সাবিরা কলাবাগানে বাসাভাড়া নেন। তাদের মধ্যে বিরোধ থাকার পরও সামছুদ্দিন আজাদ সাবিরার বাসায় যাতায়াত করতেন। সাবিরা খুনের পর বাসা থেকে তালাকনামাসহ বেশ কিছু ডকুমেন্ট পাওয়া যায়, যাতে ভিকটিমের প্রতি আসামির চরম ক্ষোভ থাকার বিষয়টি প্রতীয়মান হয়। এছাড়া সাবিরা খুন হওয়ার আগে তাদের দীর্ঘ সময় ম্যাসেঞ্জারে কথা হয়। সেখানে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। তবে তালাকের বিষয়টি অস্বীকার করেছেন সামছুদ্দিন।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles