Friday, February 7, 2025

অলিম্পিকে ৪০ বছরে বাংলাদেশের পারফরম্যান্স যেমন ছিল


অলিম্পিকের ইতিহাস শতবর্ষের বেশি হলেও বাংলাদেশের জন্য তা ৪০ বছরের। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস গেমস দিয়ে লাল সবুজের পতাকা প্রথমবার উড়েছিল গ্রেটেস্ট শো অন আর্থে। ১০টি অলিম্পিকে অংশ নিয়ে তাদের প্রাপ্তির খাতা শূন্য। অলিম্পিকে এ পর্যন্ত ৪৯ প্রতিযোগী অংশ নিলেও কোনও পদক জিততে পারেনি। এবারের আসরে ৫ জন বাংলাদেশি অংশ নিয়েছেন, তাদের কেউ কি পারবেন ইতিহাস গড়তে? তার আগে দেখে নেওয়া যাক আগের অলিম্পিকগুলোতে বাংলাদেশের অ্যাথলেটদের পারফরম্যান্স কেমন ছিল!

১৯৮৪ লস অ্যাঞ্জেলেসে প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হন সাইদুর রহমান ডন। অ্যাথলেটিকস ডিসিপ্লিনে ১০০ মিটার হিটে হন অষ্টম। ১১.২৫ সেকেন্ড সময় নিয়ে সবার শেষে ছিলেন তিনি।

২০০ মিটারের হিটেও সমান সংখ্যক প্রতিযোগীর মধ্যে সপ্তম (২২.৫৯ সেকেন্ড) হন সাইদুর।

১৯৮৮ সিউল গেমসে ছয় বাংলাদেশি ছিলেন। অ্যাথলেটিকসে শাহ জালাল মবিন ১০০ মিটার হিটে আট প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হন ১০.৯৪ সেকেন্ড সময় নিয়ে।

অ্যাথলেটিকসের ২০০ মিটার হিটে শাহ আলম আট জনের মধ্যে অষ্টম হন ২২.৫২ সেকেন্ড সময় নিয়ে।

মিলজার হোসেন ৪০০ মিটারের হিটে পঞ্চম হন সাত জনের মধ্যে, তার সময় ছিল ৪৮.৭৬ সেকেন্ড। 

৮০০ মিটারের হিটে ষষ্ঠ হন মিলজার, সময় নেন ১ মিনিট ৫১.১৬ সেকেন্ড। মোট প্রতিযোগী ছিলেন ৭ জন।

দলগত ইভেন্ট ৪x১০০ মিটার রিলের হিটে সাত দলের মধ্যে ষষ্ঠ হয় বাংলাদেশ, ৪১.৭৮ সেকেন্ড সময় নেয় তারা।

অ্যাথলেটিকসের লং জাম্পে শাহানউদ্দিন চৌধুরী নো মার্কে ছিলেন।

বজলুর রহমান সাঁতারের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে ১ মিনিট ১৪.৯৭ সেকেন্ড সময় নিয়ে ৬২ জনের মধ্যে ৫৮তম হন।

সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে আবদুস সালাম ১ মিনিট ০৩.৬৯ সেকেন্ড সময় নিয়ে ৫১ জনের মধ্যে ৪৮তম হন।

১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে অংশ নেন ৬ বাংলাদেশি। অ্যাথলেটিকসের ১০০ মিটার হিটে আট জনের মধ্যে ষষ্ঠ হন গোলাম আম্বিয়া। ১১.০৬ সেকেন্ড সময় নেন তিনি।

২০০ মিটার হিটে আট জনের দৌড়ে ষষ্ঠ হন শাহানউদ্দিন চৌধুরী (২১.৮৮ সেকেন্ড)।

মেহেদী হাসান ৪০০ মিটার হিটে সপ্তম হন। সাত জনের মধ্যে ৪৮.৬২ সেকেন্ড সময় নেন।

৪x১০০ মিটার রিলের হিটে পঞ্চম (৪২.১৮ সে.) হয় বাংলাদেশ।

শাহানা পারভীন শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে ৪৩তম হন ৪৫ জনের মধ্যে।

সাঁতারে মোখলেসুর রহমান ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে ৫২তম হন ২ মিনিট ৫১.২১ সেকেন্ড সময় নিয়ে, মোট প্রতিযোগী ছিলেন ৫৪ জন।

১৯৯৬ আটলান্টা গেমসে বাংলাদেশের প্রতিযোগী ছিলেন চার জন।

অ্যাথলেটিকসে বিমল চন্দ্র তরফদার ১০০ মিটার হিটে ১০.৯৮ সেকেন্ড সময় নিয়ে ৮ জনের মধ্যে সপ্তম হন।

লং জাম্পের বাছাইয়ে ৪৯ জনের মধ্যে ৫.২৪ মিটার লাফিয়ে ৪৯ জনের মধ্যে ৩৬তম হন নিলুফার ইয়াসমিন।

সাইফুল আলম শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৩৩তম হন ৪৪ জনের মধ্যে।

কারার মিজানুর রহমান সাঁতারের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক হিটে ৪৫ জনের মধ্যে ৪৪তম হন ১ মিনিট ১১.৪৭ সেকেন্ড সময় নিয়ে। 

২০০০ সিডনি গেমসে পাঁচ বাংলাদেশি অংশ নেয়।

মাহবুব আলম অ্যাথলেটিকসের ২০০ মিটার দৌড় শেষ করতে পারেননি।

ফৌজিয়া হুদা ১০০ মিটারের হিটে অষ্টম হন ৯ জনের মধ্যে। ১২.৭৫ সেকেন্ড সময় লাগে তার।

সাবরিনা সুলতানা শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৪৬তম হন ৪৯ জনের মধ্যে।

৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের বাছাইয়ে সাবরিনা ৩৮তম হন ৪২ জনের লড়াইয়ে।

কারার সামেদুল ইসলাম সাঁতারের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে ৬৪তম হন ৬৬ জনের মধ্যে, তার সময় লেগেছিল ১ মিনিট ১৪.৯৩ সেকেন্ড।

সাঁতারে ডলি আখতার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ডিসকোয়ালিফাইড হন।

২০০৪ এথেন্স গেমসে চার বাংলাদেশি ছিলেন।

অ্যাথলেটিকসের ১০০ মিটারের হিটে ১১.১৩ সেকেন্ড সময় নিয়ে মোহাম্মদ শামসুদ্দিন অষ্টম হন। তিনিই ছিলেন সবার শেষে।

শুটিংয়ে আসিফ হোসেন খান ১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে ৪৭ জনের মধ্যে হন ৩৫তম।

সাঁতারে মোহাম্মদ জুয়েল ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে ৬৩তম হন ২৫.৪৭ সেকেন্ড সময় নিয়ে, মোট প্রতিযোগী ৮৩ জন।

ডলি আখতার ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে ৬১তম হন ৭৩ জনের মধ্যে। ফিনিশিং লাইন ছুঁতে তার সময় লেগেছিল (৩০. ৭২ সেকেন্ড।

২০০৮ বেইজিং গেমসে ৫ বাংলাদেশি অংশ নিলেও আবার ব্যর্থ।

আবু আবদুল্লাহ অ্যাথলেটিকসের ১০০ মিটারের হিটে অষ্টম হন ১১.০৭ সেকেন্ড সময় নিয়ে।

নাজমুন নাহার বিউটি ১০০ মিটারের হিটে অষ্টম হন ১২.৫২ সেকেন্ডে ফিনিশিং লাইন ছুঁয়ে।

শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে ৫১ জনের মধ্যে ৪৬তম হন মোহাম্মদ ইমাম হোসেন।

রুবেল রানা সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের হিটে ৪৫ জনের মধ্যে সবার শেষে ছিলেন, তার লেগেছিল ১ মিনিট ০৪.৮২ সেকেন্ড।

সাঁতারে ডলি আখতার ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে ৩০.২৩ সেকেন্ড সময় নিয়ে ৯০ জনের মধ্যে ৭৩তম হন।

২০১২ লন্ডন গেমসে ৫ বাংলাদেশি অংশ নেন।

আর্চারিতে ইমদাদুল হক মিলন ব্যক্তিগত ইভেন্টে ৬৪তম রাউন্ড খেলে শেষ করেন।

মোহন খান অ্যাথলেটিকসের ১০০ মিটার হিটে সাত জনের মধ্যে পঞ্চম হন ১১.২৫ সেকেন্ডে।

জিমন্যাস্টিকসে সাইক সিজার ফ্লোরে ৭০ জনের মধ্যে ২৯তম হন। প্যারালাল বারসে ৭১ প্রতিযোগীর মধ্যে ২৭তম এবং হরাইজন্টাল বারে ৭০ জনের মধ্যে হন ৫০তম।

শুটিংয়ে শারমিন রত্না ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ২৭তম হন ৫৬ জনের মধ্যে।

সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে ২৪.৬৪ সেকেন্ড সময় নিয়ে ৫৮ জনের মধ্যে ৩৯তম হন মাহফিজুর রহমান সাগর।

২০১৬ রিও ডি জেনিরোতে সাত জন বাংলাদেশি অ্যাথলেট ছিলেন।

শ্যামলী রায় আর্চারির ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ডে ৫৩তম হন।

মেসবাহ আহমেদ ১০০ মিটারের হিটে সাত জনের মধ্যে চতুর্থ হন ১১.৩৪ সেকেন্ড সময় নিয়ে।

শিরিন আখতার ১০০ মিটার হিটে ১২.৯৯ সেকেন্ড সময় নিয়ে আট জনের মধ্যে পঞ্চম।

গলফে ৬০ জনের লড়াইয়ে সিদ্দিকুর রহমান হন ৫৮তম।

আবদুল্লাহ হেল বাকি শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ২৫তম হন, মোট প্রতিযোগী ৫০ জন।

মাহফিজুর রহমান সাগর সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে ২৩.৯২ সেকেন্ড সময় নিয়ে হন ৫৪তম। প্রতিযোগী ছিলেন ৮৫ জন।

সোনিয়া আখতার ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে ৬৯তম হন ৮৮ জনের লড়াইয়ে, সময় লেগেছিল ২৯.৯৯ সেকেন্ড।

২০২১ টোকিও গেমসে ৬ বাংলাদেশি ছিলেন।

রোমান সানা আর্চারির ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ডে ১৭তম হন।

দিয়া সিদ্দিকী আর্চারির ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ডে ৩৬তম হন।

রোমান-দিয়া মিশ্র দলীয় র‌্যাঙ্কিং রাউন্ডে হন ১৬তম।

জহির রায়হান অ্যাথলেটিকসের ৪০০ মিটার হিটে অষ্টম হন ৪৮.২৯ সেকেন্ড সময় নিয়ে।

আবদুল্লাহ হেল বাকি শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে ৪৭ জনের মধ্যে হন ৪১তম।

সাঁতারে আরিফুল ইসলাম ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে ২৪.৮১ সেকেন্ড সময় নিয়ে ৭৩ জনের মধ্যে হন ৫১তম।

জুনায়না আহমেদ ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে ৮১ জনের মধ্যে ৬৮তম হন ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে।

বৃহস্পতিবার আর্চারি দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের চলতি অলিম্পিক। সাগর ইসলাম অংশ নিয়েছেন রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে। ৪৫তম হয়ে রাউন্ড ৩২ এ কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলামের ইভেন্ট ২৮ জুলাই।

সাঁতারু সামিউল ইসলাম রাফি ৩০ জুলাই অংশ নেবেন ১০০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে। আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৩ আগস্ট খেলবেন ৫০ মিটার ফ্রি স্টাইল বাছাইয়ে। দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ৪ আগস্ট ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles