Tuesday, October 14, 2025

গান-স্মরণ ও স্বর্ণসিংহ দিয়ে পর্দা উঠলো ভেনিস উৎসবের


ইতালিতে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের পর্দা উঠলো। জমজমাট লালগালিচা, গান, সম্মানসূচক স্বর্ণসিংহ প্রদান, শ্রদ্ধা-স্মরণ ও চলচ্চিত্রের জয়গান নিয়ে সাজানো হয় উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় ভেনিস লিদোতে পালাৎসো দেল সিনেমার সালা গ্র্যান্দে প্রেক্ষাগৃহে ছিল এসব আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ‘আমানদোতি’ (তোমাকে ভালোবাসি) শিরোনামের একটি গান গেয়ে শোনান ইতালিয়ান গায়িকা ক্লারা সোচিনি। গান শেষ হতেই মঞ্চে হাজির হন এবারের আসরের সঞ্চালক ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি। তিনি বলেন, ‘এই বিশাল, চমৎকার প্রেক্ষাগৃহে দর্শক, লেখক ও সমালোচক সবাই মিলে আসুন, ১১টি দিনের স্মরণীয় অভিজ্ঞতার জন্য প্রস্তুত হই!’

 ক্লারা সোচিনি ৪০ বছর বয়সী এই তারকা যোগ করেন, ‘সিনেমার চোখ দিয়ে আমরা বিশ্বকে নতুনভাবে দেখি। এখানকার মতোই এরকম একটি ঘরে আমরা নতুন কিছু আবিষ্কারের জন্য অ্যাডভেঞ্চারে রওনা দেই। এসব আসনে যতবারই আমরা বসি, আমাদের ভেতরে ও বাইরে যেকোনও কিছু ঘটতে পারে। প্রেক্ষাগৃহে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমরা অন্ধকার ও নীরবতায় আচ্ছন্ন হয়ে যাই। আর সবাই মিলে গল্পের মুগ্ধতায় নিজেদের সঁপে দিই। যখনই আমরা কোনও প্রেক্ষাগৃহে বসি, তখন আমরা নিজেদের জন্য সময়কে আয়ত্তে রাখি।’

তিনবার অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভারের হাতে সম্মানসূচক স্বর্ণসিংহ তুলে দেন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতি পিয়েত্রাঞ্জেলো বুত্তাফুয়োকো। এর আগে ‘এলিয়েন’ চলচ্চিত্র খ্যাত সিগোর্নি উইভারের ক্যারিয়ারের অর্জন ও অবদানের কথা তুলে ধরেন ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁ। তিনি বলেন, ‘নারীদের নিয়ে গতানুগতিক নেতিবাচক ধ্যান-ধারণাকে পেছনে ফেলে এগিয়ে গেছেন সিগোর্নি। কেবল পুরুষদের জন্য বরাদ্দ ছিল এমন জায়গা নিজের করে নিয়ে অন্য নারীদের অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি।’

এজভেভা আলভিতি আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ পাওয়ায় সিগোর্নি উইভারকে ভিডিও বার্তায় অভিনন্দন জানান আমেরিকান পরিচালক জেমস ক্যামেরন। তিনি বলেন, ‘৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে স্মরণীয় অনেক অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন সিগোর্নি। তিনি আমার বন্ধু। প্রতিটি কাজে তার যেসব সৃজনশীলতা ও আবেগ থাকে, সেগুলো দেখতে উন্মুখ হয়ে থাকি। তার সঙ্গে আবার প্যান্ডোরার (অ্যাভাটার) জগতে কাজ করতে মুখিয়ে আছি।’

স্বর্ণসিংহ পাওয়ার অনুভূতিতে ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এই তারার মেলায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ এবং এখানকার গর্ব স্বর্ণসিংহ সম্মান পেয়ে আমি সত্যিই ধন্য। আমি অনেক স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করতে পেরেছি। আমরা একসঙ্গে যেসব কাজ করতে পেরেছি সেজন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। এগুলো বেশ রোমাঞ্চকর যাত্রা ছিল।’

প্রয়াতদের স্মরণ এরপর প্রয়াত ফরাসি অভিনেতা আলাঁ দ্যুলো, আমেরিকান অভিনেত্রী জিনা রোল্যান্ডস ও ইতালিয়ান মঞ্চ অভিনেতা রবার্তো হেরিলিৎজকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিশ্বের সবচেয়ে প্রাচীন এই উৎসবের আয়োজকরা।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের। ৭১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সবাইকে শুভসন্ধ্যা। এখানে আসতে পারা অনেক সম্মানের, এক অপরিসীম আনন্দের। ভাবছিলাম আজ রাতে কোন ভাষায় কথা বলবো। তখন মনে হলো, সর্বজনীন একটি ভাষা আছে, যা চিরকাল প্রাণবন্ত থাকার মতো। তা হলো সিনেমার ভাষা।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে ১২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ইজাবেল উপের। ভেনিস উৎসবে ১৯৮৮ ও ১৯৯৫ সালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। প্যারিসে তার ও পরিবারের দুটি ছোট আকারের প্রেক্ষাগৃহ আছে।

উদ্বোধনী অনুষ্ঠানের সবশেষে ইজাবেল উপার ও এজভেভা আলভিতি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে ৮১তম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন ঘোষণা করছি!’

ইজাবেল উপার উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রতিযোগিতার বাইরে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের টিম বার্টন পরিচালিত ভৌতিক-কমেডি ‘বিটলজুস বিটলজুস’। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৫ মিনিট। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিটলজুস’-এর রিমেক এটি। ৩৬ বছর পর এলো দ্বিতীয় কিস্তি। 

আগের পর্বের মতোই বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিটলজুস চরিত্রে মাইকেল কিটন ও লিডিয়া চরিত্রে অভিনয় করেছেন উইনোনা রাইডার। এছাড়া ফিরেছেন ক্যাথেরিন ও’হারা। তাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন মনিকা বেলুচ্চি, নেটফ্লিক্সের ‘ওয়েডনেসডে’ তারকা জেনা ওর্তেগা, চারবার অস্কার মনোনীত আমেরিকান অভিনেতা উইলেম ড্যাফো, জাস্টিন থেরু। উদ্বোধনের আগে তারা সবাই লালগালিচা জমিয়ে তোলেন। লালগালিচায় কেট ব্ল্যানচেট

৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ওইদিন ঘোষণা করা হবে স্বর্ণসিংহজয়ী ছবির নাম। এজন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে ২১টি পূর্ণৈদৈর্ঘ্য কাহিনিচিত্র। লালগালিচায় বিচারক প্যানেল




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles