Wednesday, October 15, 2025

সীমান্তবর্তী উপজেলাগুলোতে কমছে পানি, ভেসে উঠছে ক্ষত চিহ্ন


সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে সিলেট সদরসহ অন্যান্য এলাকায় পানি আরও বেড়েছে। অন্যদিকে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ঘরবাড়ির নানা চিত্র ভেসে উঠছে। 

সরকারি হিসেব মতে, শনিবার (১ জুন) সকাল পর্যন্ত প্রায় সাত উপজেলার প্রায় সাড়ে ৩ হাজার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন। আগের দিন (শুক্রবার) যার সংখ্যা ছিলো সাড়ে ৫ হাজার। 

সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, নতুন করে বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমতে শুরু করেছে। বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল না হলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। এ রকম আবহাওয়া থাকলে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পানি পুরোপুরি নেমে যাবে।

সিলেট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত জেলার ৭টি উপজেলার ৬৮টি ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত হয়েছে। এতে বন্যাকবলিত হয়ে পড়েছেন ৬ লাখ ৯৭ হাজার ৩৩ জন বাসিন্দা। এ অবস্থায় জেলার ১৩টি উপজেলায় ৫৫০টি আশ্রয়কেন্দ্র চালু হয়েছে। মোট ৪ হাজার ৮০২ জন বানভাসি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন। এরমধ্যে ৩ হাজার ৩শ ৪২ জন এখনো আশ্রয় কেন্দ্রেই আছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় প্লাবিত গ্রামের সংখ্যা বেশি। এ পাঁচ উপজেলায় অন্তত ৭০০ গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। এ ছাড়া বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কিছু গ্রামও প্লাবিত হয়েছে।

অন্যদিকে সিলেট নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমার পানি উপচে নগরীর সুবহানীঘাট, তালতলা, জামতলা, তোপখানা এলাকায় ঢুকে পড়েছে। উপশর এলাকায় এখনো পানি রয়েছে।  তবে বৃষ্টি না হওয়ায় পানি আর বাড়েনি।

এদিকে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকাতেও পানি কমতে শুরু করেছে। গত তিন দিন ধরে পানিতে ডুবে থাকা গোয়াইনঘাট-সালুটিকর সড়ক এবং গোয়াইনঘাট-জাফলং সড়ক থেকে পানি নেমেছে। এই দুই সড়কের ব্যপাক ক্ষতি হয়েছে।  

গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম জানান, উপজেলাটিতে তিনটি নদীর পানি এখন বিপৎসীমার নিচে নেমে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, কালভার্টগুলো মেরামত ও সংস্কার করে জনচলাচলে উপযোগী করতে এলজিইডি কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলার রাধানগর-জাফলং সড়কের যে অংশ পানিতে নিমজ্জিত ছিল আজ (শনিবার) সকালে সেগুলো ভসে উঠেছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, পানি একটু কমতে শুরু করেছে। বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। উপজেলার বানভাসি মানুষজন আশ্রয়কেন্দ্রের পাশাপশি নিকটস্থ আত্মীয়স্বজনের নিরাপদ উঁচু স্থাপনাতেও আশ্রয় নিয়েছেন। রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে পানি না কমলে এর পরিমাণ নিরুপণ করা সম্ভব নয়। ত্রান তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিন।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের ৮টি ইউনিয়নই প্লাবিত হয়েছে। মানুষজন আশ্রয়কেন্দ্রেই রয়েছেন। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও পানি কমছে। উপজেলা সদর থেকে পানি নামতে শুরু করেছে। ক্ষয়ক্ষতি নিরুপণ করতে আরও দু একদিন লাগতে পারে বলে জানান তিনি।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম জানান, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন ইতোমধ্যে প্লাবিত হয়েছে। কুশিয়ারার অমলসীদ পয়েন্টে কাল থেকে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি ধীর গতিতে কমছে। পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটেও শুক্রবার ও শনিবার সকাল পর্যন্ত তেমন বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া উন্নতির দিকে, এতে বন্যা পরিস্থিতিরও উন্নতি হবে বলে জানান তিনি। তিনি শনিবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭.৩ মিলি মিটার বৃষ্টি হয়েছে বলে জানান।  

এদিকে বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১৩১টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। তিনি বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ২ লাখ ২০ হাজার অ্যান্টিভেনম ইনজেকশন, পর্যাপ্ত খাবার স্যালাইন ও কলেরার স্যালাইন মজুদ রয়েছে। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, উজানের পানি নেমে আসায় নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। যেখানে সিলেট নগরীর ছড়ার পানি নদীতে পড়ার কথা সেখানে নদীর পানি উল্টো উপচে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। 

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, পানিবন্দী পরিবারগুলো ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles