Tuesday, July 2, 2024

হারানোর মিছিল শেষে আনন্দের প্লাবণ


স্লো মোশনে এগিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। সতীর্থরাও তার ভঙ্গিতে শরীর নাড়াচ্ছেন। বিসিসিআই প্রধান জয় সাহ ও আইসিসির প্রধান গ্রেগর বার্কলের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। রোহিত একটু একটু করে এগিয়ে যাচ্ছেন আর শিরোপার থেকে তার দূরত্ব ততোই কমছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে রোহিতের হাতে উঠে গেল স্বপ্নের শিরোপা।

আরাধ্য এক শ্রেষ্ঠত্বের মুকুট। যে অর্জনের জন্য অযুত-নিযুত সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। পেছনে ফেলতে হয়েছে কত কিছু হারানোর দুঃস্মৃতি। কত বেদনার, যন্ত্রণার, নির্ঘুম রাত কাটানোর পর নতুন সূর্যর দেখা পেলেন রোহিত, বিরাট তা হয়তো নিজেও জানেন না। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত জিতে নিলো টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শিরোপা। 

কতকালের অপেক্ষা মিটল? পরিসংখ্যান বলছে, ১১ বছর পর ভারত জিতল আইসিসির বৈশ্বিক আসরের কোনো শিরোপা। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা। সব অর্জনের চেয়েও বড় অর্জন, মাহেন্দ্র সিং ধোনির পর ভারত পেল আরেকজন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর মাহেন্দ্র সিং ধোনীকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। সঙ্গে টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে ভারত তার নেতৃত্বেই জিতে নেয় টেস্ট দণ্ড। এর আগে তার অধিনায়করা যা পারেননি, ধোনি তা একাই করে দেখিয়েছেন।

এরপর? ধোনির সময় ফুরানোর পর ভারতেরও পথ ভোলা শুরু হয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার আগে কতো কিছু যে ভারত হারিয়েছে তার ইয়ত্তা নেই।

যার শুরুটা আবার বাংলাদেশে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সব দলকে পেছনে ফেলে সবার আগে ফাইনালে উঠে ভারত। কিন্তু ফাইনালে শিরোপার পথে তাদের বাধা শ্রীলঙ্কা। ২০১৫ সালে ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়ে অস্ট্রেলিয়ায় মাঠে নেমেছিল ভারত। কিন্তু সেমিফাইনালেই থেমে যায় তাদের মিশন। স্বাগতিকদের কাছে হেরে মাহেন্দ্র সিং ধোনির দল বিদায় নেয়।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত। এবার অন্তত শিরোপা পাবে ভারত এমন বিশ্বাস ছড়িয়ে যায় সবখানে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওয়াংখেড়েতে হারিয়ে দেয় টিম ইন্ডিয়াকে। টুর্নামেন্টের আমেজ সেখানেই যেন শেষ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল তাদের জন্য রীতিমত বিস্ময়কর হয়ে উঠে। ওভালে ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। পাকিস্তান এর আগে ভারতকে কখনোই আইসিসির কোনো ইভেন্টে হারাতে পারেনি। তাই ভারতের বিশ্বাস ছিল এবারও পাকিস্তানকে হারানো সম্ভব হবে। কিন্তু মোহাম্মদ আমিরের ভয়ংকর এক স্পেলেই সব ওলটপালট।

দুই বছর পর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে আবার একই পরিণতি। ইতিহাসের প্রথমবার ম্যানচেস্টারে দুই দিনের সেমিফাইনালে ভারত হেরে যায় নিউ জিল্যান্ডের কাছে। শিরোপার আরও কাছে গিয়ে আবার শিরোপা হাতছাড়া। ভারতের এই হারানোর মিছিল অব্যাহত থাকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। ২০২২ সালে অ্যাডিলেডে সেমিফাইনালে ইংল্যান্ড উড়িয়ে দেয় ভারতকে।

২০২৩ সাল ভারতের জন্য সবেচেয়ে বড় সুযোগ ছিল শিরোপা জেতার। সেভাবেই এগিয়ে যাচ্ছিল রোহিতের দল। টুর্নামেন্টের শুরু থেকে সেমিফাইনাল পর্যন্ত মেন ইন ব্লুরা অপ্রতিরোধ্য। ফাইনালে আরেকটি জয়ে ভারত জিতে নেবে তৃতীয় বিশ্বকাপের শিরোপা। কিন্তু সকলকে কাঁদিয়ে অত্যন্ত পেশাদারি পারফরম্যান্সে অস্ট্রেলিয়া জিতে নেয় ওয়ানডে বিশ্বকাপ।

ব্যর্থতার এই মিছিল বড় হচ্ছিল, রোহিত শর্মা, বিরাট কোহলির শিরোপা ভাগ্য নিয়েও প্রশ্ন উঠতে থাকলো। মহাদেশীয় আসরে সাফল্য থাকলেও বৈশ্বিক শিরোপা ভারতের জন্য হয়ে গিয়েছিল দূর আকাশের তারা। অবশেষে সেই তারাই ধরা দিলো বার্বডাজোর সবুজের গালিচায়। আহমেদাবাদ, ঢাকা. ওভাল কিংবা ম্যানচেস্টারের যন্ত্রণার কালশিটে দাগ ঘুচলো বার্বাডোজে।

পুরো ভারতবর্ষে এখন আনন্দের প্লাবণ। আনন্দাশ্রু মিলেমিশে একাকার। কোহলি কাল বলেছিলেন, ‘হয় এবার আর নয়তো কখনোই নয়।’ রোহিত বললেন, ‘আমি খুব করে এই শিরোপা চেয়েছিলাম। ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা আমার জন্য অনেক বড় অনুভূতির জায়গা। আমি এই অর্জনের জন্য মরিয়া হয়ে ছিলাম। খুবই আনন্দিত যে ওই সীমান্তটা অতিক্রম করতে পেরেছি।’

রোহিত ও কোহলি বিশ্বকাপ জিতে অবসরের সিদ্ধান্তও দিয়ে দিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজাও। এবারের শিরোপা জেতা তাদের জন্য কতটা স্মরণীয় হয়ে আছে বোঝা যায় উল্লাসে, উন্মাদনায়। যেখানে খোলস থেকে বেরিয়ে রাহুল দ্রাবিড়ও যোগ দেন। আনন্দে উদ্বেলিত হয়ে ভুলে যান বয়সটা ৫১ পেরিয়েছে। শিষ্যরাও কাঁধে চড়িয়ে দিয়েছেন গুরুদক্ষিণা। আনন্দের রংগুলো বুঝি এমনই হয়।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles