রাজশাহীতে ১৪ জন সাংবাদিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছেন বিএনপির দুই নেতা। এর মধ্যে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি পাঁচ সাংবাদিককে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তার মধ্যে চাঁদা দাবির অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেছেন বিএনপি নেতা বজলুর রহমান মন্টু। মামলায় চার সাংবাদিকের নাম উল্লেখ ও আরও পাঁচ জনকে অজ্ঞাত আসামি করেছেন। বজলুর রহমান রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেছেন তিনি। পাশাপাশি মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে চার সাংবাদিককে আসামি করে একই দিন রাতে আরেকটি মামলা করেছেন এই নেতা। এ ছাড়া মুদি দোকানে হামলার অভিযোগে বাঘা থানায় আরেক সাংবাদিককে আসামি করে মামলা করেছেন ছাত্রদল নেতা জাহিদ হাসান।
চাঁদা দাবির অভিযোগে করা মামলার আসামিরা হলেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব ও জিটিভির রাজশাহী প্রতিনিধি রাশেদ রিপন, দৈনিক করতোয়ার রাজশাহী প্রতিনিধি রোজিনা সুলতানা ও স্থানীয় দৈনিক উপচার পত্রিকার রিপোর্টার আসগর আলী সাগর। এ ছাড়া অজ্ঞাত পাঁচ সাংবাদিক।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘চার সাংবাদিকের নাম উল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু। মঙ্গলবার দুপুরে দায়ের করা এই মামলায় পাঁচ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। থানার এসআই তাজউদ্দিন আহমেদকে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ করেছিল বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে মিডিয়া কার্ড ইস্যু করা হয়। কার্ডে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত মিডিয়া কার্ড সাংবাদিকদের দেওয়া হয়। সমাবেশের আগের দিন দুপুরে নগর বিএনপির কার্যালয় থেকে এই কার্ড বিতরণ করা হয়। বাদী বজলুর রহমান মামলার আসামিদের কার্ড দিলে তারা গ্রহণ না করে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে হত্যার হুমকি দেন। এ ছাড়া তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘খুনি’ ও ‘সাজাপ্রাপ্ত’ আসামিসহ আরও বিভিন্ন প্রকার মানহানিকর বক্তব্য দেন। এসব মানহানিকর বক্তব্য ও সংবাদ আরটিভিসহ তারা নিজ নিজ আইডি থেকে ফেসবুকে প্রচার করেন। এজন্য মামলা করেছেন।
দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে বজলুর রহমানের করা আরেক মামলায় চার সাংবাদিককে আসামি করা হয়েছে। তারা হলেন- সরকারি নিবন্ধিত পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও সিইও আজিজুল আলম বেন্টু, স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, দৈনিক উপচার পত্রিকার বার্তা সম্পাদক নুরে ইসলাম মিলন এবং স্টাফ রিপোর্টার সবুজ আলী।
মামলার বিষয়ে বিএনপি নেতা বজলুর রহমান মন্টু বলেন, ‘সে সময় রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা দায়ের করতে পারিনি। বর্তমানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ন্যায্য বিচারের পথটি উন্মুক্ত হওয়ায় দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর মামলা দুটি দায়ের করেছি।’
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘হয়রানি করার জন্য বিএনপি নেতা এই মামলা করেছেন। তার কাছে চাঁদা চাওয়া কিংবা হত্যার হুমকি দেওয়া, এগুলো মিথ্যা অভিযোগ। মনগড়া কথা লিখে হেয় প্রতিপন্ন করার জন্য সাইবার সিকিউরিটি আইনে মামলা করেছেন। এসব মামলার তীব্র নিন্দা জানাই।’
বাঘার কিশোরপুর গ্রামের ছাত্রদল নেতা জাহিদ হাসানের মামলার আসামিরা হলেন- বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক সানশাইনের উপজেলা প্রতিনিধি মো. নুরুজ্জামানকে। মামলায় ১৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এই মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ আগস্ট ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাহিদ হাসানের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন আসামিরা। পরে সেখানে হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক সানশাইনের উপজেলা প্রতিনিধি মো. নুরুজ্জামান বলেন, ‘বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আমার ওপর কেউ বিরাগভাজন থাকতে পারে। এজন্য আমাকে রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে। এসব অভিযোগ সঠিক নয়।’
👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com