Monday, October 13, 2025

মামলা এবং সাকিবের ভবিষ্যৎ প্রশ্নে ফাহিম বললেন ‘নেক্সট’! 


রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনেই সাকিব আল হাসানের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। সেই মামলা মাথায় নিয়ে বাঁহাতি অলরাউন্ডার বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। তার ঘূর্ণি জাদুতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। শুধু তাই নয়, রবিবার ৩ উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন ড্যানিয়েল ভেট্টরিকেও। টেস্ট ক্রিকেটে বাঁ হাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন সাকিবের। বাঁহাতি এই স্পিনারের মানসিকতার প্রশংসা করেছেন বিসিবি পরিচালক ও সাকিবের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। তবে সাকিবের মামলার বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। এই বিষয়ে প্রশ্ন করতেই তার উত্তর, ‘নেক্টট’। যেন বিষয়টা এড়িয়ে যেতে চাইলেন তিনি।

সাকিবের বিরুদ্ধে মামলা হওয়ার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম জানিয়েছেন। এরপর গত শনিবার বোর্ড মিটিংয়ে বসে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। ফারুক জানিয়েছিলেন, প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও আজ সোমবার এই ব্যাপারে কিছুই জানা যায়নি। বিসিবি কার্যালয়ে এসেছিলেন কেবল নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনিও সাকিব ইস্যুতে মুখে কুলুপ এঁটে থাকলেন।  

সাকিবের মামলা নিয়ে প্রশ্ন হতেই বিসিবির নতুন পরিচালক প্রশ্নটাকেই এড়িয়ে গেলেন। তবে অন্য এক প্রসঙ্গে ফাহিম বলেছেন, ‘মানসিকভাবে শক্ত সেটা বলবো না। আমি বলবো, যারা বৈশ্বিক তারকা, সেটা যেকোনো খেলার হতে পারে, তারা যখন মাঠে নামে তখন মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। তারা সেভাবেই নিজেদের তৈরি করে যাতে অন্য কোনও চিন্তা না আসে। ওর (সাকিবের) বিষয়টাও তাই। ও যখন বল করতে আসে তখন শুধু ব্যাটারকে নিয়েই ভাবে। অন্য কোনও চিন্তা ওর থাকে না। এটাই বোধহয় ওকে অন্যদের চেয়ে আলাদা করে। অনেক খেলোয়াড়কে দেখেছি বিভিন্ন চাপের কারণে স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক না।’

নাজমুল আবেদীন এখন বিসিবির পরিচালক। সাকিবরা যখন টেস্ট শুরু করেন, ফাহিম পরিচালক হননি। তবে এই মুহূর্তে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়ে এসেছেন। এই অবস্থায় পুরোনো শিষ্যর সঙ্গে কোন আলাপ হয়েছে কিনা জানতে চাইলে ফাহিম বলেছেন, ‘ওর সঙ্গে তো আমার দুইটা রোল আছে। বোর্ড পরিচালক হিসেবে আমি তার সঙ্গে কথা বলিনি। তবে ওর মেন্টর তথা কোচ হিসেবে কথা হয়েছে। ওর পারফরম্যান্স নিয়ে কথা হয়েছে। এটাই আমার রোল ছিল। বোর্ড পরিচালক হিসেবে কোনও কথা হয়নি।’

রবিবার রাওয়ালপিন্ডি টেস্টে সাকিব দারুণ বোলিং করেছেন। বিশেষ করে বাঁহাতি ব্যাটারদের ক্ষেত্রে সাকিবের বোলিং ছিলো অবিশ্বাস্য। ফাহিমের এই বিষয়টি ভালো লেখেছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘সাকিব যখন বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে বোলিং করে তখন কিন্তু স্বস্তি অনুভব করে না। কালকে (রবিবার) সেটা দেখিনি। একজন প্রোপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে, সেভাবে সে বোলিং করেছে। বোলিংয়ে তার নিজের ওপর যে আস্থা আছে সেটা নিয়ে বোলিং করেছে। ডানহাতি বামহাতি সব ধরনের প্রস্তুতিতে। এবং মনে হয়েছে যখনই তাকে বল দেওয়া হয়েছে, সেউ্ইকেট নেয়ার জন্য বোলিং করছে।’

ঐতিহাসিক টেস্ট জয়ের ক্ষেত্রে পুরো ম্যাচে সাকিবের ইনভলবমেন্টকে গুরুত্ব দিচ্ছেন ফাহিম, ‘সাকিব অন্য বোলারদের সঙ্গে আলাপ করছিল। মিরাজকে আইডিয়া দিচ্ছিল। টোটাল ইনভলবমেন্ট ছিল। ও (সাকিব) নিজেও উপভোগ করেছে বোলিং। বোলিং কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল। আশা করি, সামনে সেটি অব্যাহত থাকবে।’

 




👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles