Monday, October 13, 2025

বিএনপির নেতাকর্মীদের সমর্থনে স্বপদে ফিরলেন প্রকৌশলী আশিকুর


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হন ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান। এবার বরখাস্ত হওয়া সেই প্রকৌশলীকে স্বপদে ফিরিয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রকৌশলী আশিকুর রহমানকে নিয়ে নগর ভবনে আসেন বিএনপির কয়েকশ’ নেতাকর্মী। জানা যায়, তারা সবাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অনুসারী। নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য মুকিতুল হাসান রঞ্জু, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মেহেদী হাসান লিটু, শ্রমিক দলের আরিফুজ্জামান প্রিন্স প্রমুখ।

দুর্নীতির অভিযোগে বরখাস্ত এই প্রকৌশলী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের পরিচালক ছিলেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া, শেখ হাসিনার বোন শেখ রেহানার অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। ৫ আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের প্রভাবে নগরভবনে একক আধিপত্য বিস্তার করতেন।

তার বিরুদ্ধে মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ প্রকল্প, সিটি সেন্টার নির্মাণ প্রকল্পে অনিয়ম, করপোরেশনে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। ক্ষমতার রদবদলের পর বিএনপির নেতা-কর্মীদের তোপের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেন প্রকৌশলী আশিকুর রহমান। পরবর্তীতে নানান অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের এক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশিকুর আগে আওয়ামী লীগের আস্থাভাজন থাকলেও এখন আমাদের এক নেতার হাতে পায়ে ধরে তাকে মানিয়েছেন। আর তাই সেই নেতার অনুসারীরা আজ তাকে নগরভবনে নিয়ে এসেছেন। দুঃখজনক বিষয় হলো, এই আশিকুর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জুনিয়র অনেকের ওপর অমানবিক নির্যাতন এবং বিএনপি পন্থি অনেককে চাকরিচ্যুত করেছেন। সেই তিনিই আজ এনপির হয়েই আবারও নগরভবনে ফিরেছেন, যা অন্তত লজ্জাজনক।’

জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা আশিককে নিয়ে প্রধান প্রকৌশলীর রুমে যান । সেখানে তাকে ফুলেল শুভেচ্ছাও জানান তারা। আশিকুর রহমান প্রধান প্রকৌশলীর চেয়ারে বসার পরে বিএনপির নেতাকর্মীরা করপোরেশনের বিভিন্ন প্রকৌশলীর রুমে গিয়ে  হুমকি-ধমকি দেন। আশিককের বিরুদ্ধে যেন কেউ কথা না বলে সেজন্য সবাইকে শাসাতেও থাকেন। দিনব্যাপী বিএনপির নেতাকর্মীরা নগরভবনে অবস্থান নিয়ে শ্লোগানসমেত শোডাউন দেয়।

জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সহ-প্রচার সম্পাদক মো. শরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশিকুর রহমানকে অবৈধভাবে চেয়ারে বসানো হয়েছে। তিনি আওয়ামী লীগের এজেন্ট। সাবেক মেয়র তাপসের সময় আওয়ামী লীগের প্রভাব ফেলে অনেকের চাকরি খেয়েছেন। আমাকেও দোষী সাব্যস্ত করে জোরপূর্বক চাকরিচ্যুত করেন তিনি। বিএনপি মনোভাবাপন্ন কর্মকর্তা-কর্মচারীরা তার প্রতিহিংসার শিকার ছিল। দুঃখজনক বিষয়, আজ বিএনপির নেতারাই তার জন্য সুপারিশ করছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার তার বিষয়ে মন্ত্রণালয়ে শুনানি হয়েছে। কিন্তু তিনি নাকি কোর্ট থেকে একটা অর্ডারও নিয়ে এসেছেন। অথচ মন্ত্রণালয় থেকে কোনও চিঠি দেওয়া হয়নি। তিনি বহিরাগতদের নিয়ে এসে জোরপূর্বকভাবে অফিসে বসেছেন। আজ নগরভবনে সবার অফিসে গিয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীরা আশিকুরকে মেনে নিতে নির্দেশ দিয়ে গেছেন।’

ডিএসসিসির এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আশিকুর রহমানের ঐচ্ছিক অবসরের আবেদন গ্রহণ না করে অযোগ্যতা ও দূর্নীতির অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে। ৮শ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণ প্রকল্প থাকলেও সেখানে ব্যয় হয় প্রায় ২২শ কোটি টাকা। এদিকে, মতিঝিল সিটি সেন্টার নির্মাণ প্রকল্পে অসম চুক্তি করেন। এই প্রকল্পে ৭৮ ভাগ নির্মাণ প্রতিষ্ঠান এবং মাত্র ২২ ভাগ পায় সিটি করপোরেশন। এমন অসম চুক্তি করলেও আশিকুরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া, তার বিরুদ্ধে সানমুন টাওয়ার নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।




👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles