Thursday, March 13, 2025

কম্প্রোমাইজ নয়, নির্বাচন হতেই হবে: তারেক রহমান


দেশে নির্বাচনী ব্যবস্থা তৈরি না হলে কোনো সমস্যার সমাধান হবে না—এমনটা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘‘জাতীয় কিংবা স্থানীয়, একটি নির্দিষ্ট সময়ের পর যতই ঝড়-তুফান হোক না কেন, নির্বাচন হতেই হবে। নির্বাচনের বিকল্প নেই। এর সঙ্গে কম্প্রোমাইজ নেই।’’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তিন জেলায় (চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া) ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘‘বিএনপি সব সময় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে না পারলে, দেশে কোনো সমস্যার সমাধানই হবে না। যতই সংস্কারের কথা বলি না কেন, জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে, তাদের সহযোগিতা লাগবেই।’’

তিনি বলেন, ‘‘আমরা জানতাম স্বৈরাচার পতন হবে। কিন্তু কোন তারিখে হবে, সেটা নিশ্চিত না। সেই বিশ্বাস থেকে দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে বিএনপি। স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই দেশকে মেরামত করতে হবে। দলের পক্ষ থেকে ৩১ দফায় আমরা যা যা বলেছি, তাই তাই বর্তমান সরকারের সংস্কার কমিশন রিপোর্ট আকারে জমা দিয়েছে। কিন্তু সরকার হিসেবে একটু এদিকে-ওদিকে বলার চেষ্টা করবেই। তবে মূল বিষয় আমাদের বাইরে নয়।’’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘সব সময় ভালো ভালো কথা বলবেন, সংসদ দ্বি-কক্ষবিশিষ্ট করবেন, একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নন, জবাবদিহিতা নিশ্চিত করবেন, সংস্কার করবেন। কিন্তু দিনশেষে মানুষ প্রশ্ন তুলবে দ্রব্যমূল্য, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিয়ে। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কী করতে পারবেন, তা মানুষ জানতে চায়।’’

তিনি বলেন, ‘‘৩১ দফার মধ্য দিয়ে জনগণের পাশে দাঁড়ানোর যে শপথ বিএনপির রয়েছে, সে শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য কেউ যদি এমন অন্যায় করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।’’

দিনব্যাপী এই কর্মশালায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ার পারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

অন্যদিকে, চুয়াডাঙ্গায় কর্মশালায় সভাপতিত্ব করে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এতে প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়া হালিমা আরলী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। আরো বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন ও সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রমুখ।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultractivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 bdphoneonline.com
👉 dailyadvice.us

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles