নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, একজন কামবালা হচ্ছেন একটি নির্বাচনের ভোটার অব দ্যা ইলেকশন। তিনি যে দৃষ্টান্ত রেখেছেন, এটা শুধু ভোটের বিষয় না, এটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়। তিনি বলেন, একটি ভোট একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে, একটি ভোট দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে, একটি ভোট একটি জনগোষ্ঠীকে সমগ্র পৃথিবীতে তুলে আনতে পারে।
রোববার (২ জুন) দুপুরে দিনাজপুর বিরল উপজেলার ভূমিহীন ৯২ বছর বয়সী কামবালার বাড়ি ও তার নামে সড়কের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ১৯৭০ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বঙ্গবন্ধু নৌকা মার্কার প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলেন। মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব একক নেতায় পরিণত হয়েছিলেন। সেই বঙ্গবন্ধু শুধু বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেন নাই। স্বাধীন-সার্বভৌম একটি দেশ দিয়ে গেছেন। স্বাধীনতার কথাটি আমাদের সঙ্গে তিনি মিশিয়ে দিয়েছেন। একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে বড় গলায় বলতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক, জাতি হিসেবে আমরা বাঙালি। একটি ভোটের কারণে এটি সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, একটি ভোট মানুষের ভাগ্য পরিবর্তন করে। ৯৬ সালে শেখ হাসিনাকে ভোট দিয়েছিলাম। তিনি বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করেছিলেন। কিন্তু ২০০১ সালে নির্বাচনে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছিলো। নির্যাতন, নিপীড়ন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, লুটেরা, দুর্নীতিবাজ, হাওয়া ভবন করে দেশের মানুষকে সর্বশান্ত করেছে। তখন দেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না, বাক-স্বাধীনতা ছিল না, জীবনের নিরাপত্তা ছিল না, সংসদ সদস্যদের জীবনের নিরাপত্তা ছিল না।
তিনি বলেন, তৎকালীন প্রধান বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সেই সন্ত্রাসবাদকে চ্যালেঞ্জ করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে কোথায় নিয়ে গেছেন। দেশে গৃহহীন ও ভূমিহীন মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে গেছেন। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
এসময় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, দিনাজপুর জেলা আওয়াামী লীগের যুগ্ম সাধারণ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম মোস্তাফিজুর রহমান বাবু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাস্টার, সাধারণ সম্পাদক রতন রায়সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এক পথসভায় ৯২ বছর বয়সী কামবালা নির্বাচন করার জন্য খালিদ মাহমুদ চৌধুরীকে ৫ টাকা প্রদান করেন। খালিদ মাহমুদ চৌধুরীকে তিনি এই টাকা নির্বাচনের কাজে খরচ করার কথা বলেন।
পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর খালিদ মাহমুদ চৌধুরী কামবালার বাড়িতে যান। এ সময় তার ভাঙাচুরা বাড়ি দেখেন এবং ভূমিহীন হওয়ায় বাড়ী করে দেয়ার প্রতিশ্রুতি দেন। তার এই প্রতিশ্রুতি হিসেবে বাড়ী নির্মাণ করেন এবং তার ভোটের প্রতি যে আগ্রহ সেটাকে স্মরণীয় করে রাখতে তার বাড়িতে যাওয়ার রাস্তাটির নামকরণ করেন কামবালা সড়ক।
এদিকে, হঠাৎ গত শনিবার দিনগত রাতে কালবৈশাখীতে বিরলে কয়েকটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি জেলা প্রশাসককে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।
বাংলাদেশ জার্নাল/এমপি
👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com