Wednesday, June 26, 2024

ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম


বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

মাছারাঙা 

বিকাল ৫টা ৫০মিনিটে প্রচার হবে একক নাটক ‘ভালোবাসি তবুও’। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নয়শো প্রহরী’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া, শাহনাজ খুশি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘মেঘদল’। রচনা রশিদুর রহমান, পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী প্রমুখ। রাত ৯টা ১০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘টিক্কা রিভেঞ্জ’। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, সাদিয়া তানজিন, মুসাফির সৈয়দ বাচ্চু, সাইদুর রহমান পাভেল, মারুফ মিঠু, আব্দুল্লাহ রানা প্রমুখ। রাত ১০টা ২০মিনিটে প্রচার হবে একক নাটক ‘মিস্টার মোতালেব’। রচনা ও পরিচালনা সাজিন আহমেদ বাবু। অভিনয়ে মোশাররফ করিম, এনিলা তানজুম প্রমুখ। রাত ১১টা ৩০মিনিটে প্রচার টেলিফিল্ম ‘লাভ রেইন’। অভিনয়ে তৌসিফ মাহবুব, নাজনীন নিহা।

এনটিভি

সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিষ দাাঁত’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন, শাহনাজ খুশী, প্রাণ রায়, জয়রাজ, মৃণাল দত্ত প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘গুড বাই’। রচনা এম রহমান। পরিচালনা শহীদ উন নবী। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাফা কবীর, রকি খান, শিল্পী সরকার অপু প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘লেগুনা প্রেম’। রচনা বিদ্যুৎ রায়। পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে সৈয়দ জামান শাওন, সাদিয়া আয়মান, আশরফুল আশীষ, দোলা প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘গ্রামের ভাইরাল বউ’। রচনা আল আমিন স্বপন। পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, হান্নান শেলী, শেলী আহসান প্রমুখ। 

এটিএন বাংলা

রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘কাজল চোখের মেয়ে’। পরিচালনা মারুফ হোসেন সজিব। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ব্যবহার বিভ্রাট’। রচনা ও পরিচালনা হানিফ সংকেত। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘পুরান চাল ভাতে বাড়ে’। পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।

বিটিভি

ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে একক নাটক ‘মধুযাত্রা’। রচনা নূরুদ্দিন জাহাঙ্গীর। প্রযোজনা এল রুমা আকতার। অভিনয়ে মনোজ প্রামাণিক, নওবা, মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু, আক্তারি বেগম, ম আ সালাম, উপমা, উর্মি, মিজানুর রহমান, শ্যামলী, ইমরান, গাজি রোকন, ফাহমিদা শারমিন প্রমুখ। বিকাল সাড়ে ৫টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চার মূর্তি’। রচনা রাইসুল ইসলাম অনিক। প্রযোজনা আল মামুন। অভিনয়ে আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, রওনক হাসান ও রুকাইয়া জাহান চমক।

বৈশাখী

বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিবাহ অভিযান’। অভিনয়ে জাহের আলভী, জেবা জান্নাত, আবদুল্লাহ রানা প্রমুখ। পরিচালনা আশরাফী মিঠু। বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিউটি এখন নায়িকা’। অভিনয়ে অ্যালেন শুভ্র, সারিকা, সুস্মিতা সিনহা, সুমন পাটোয়ারি, সিয়াম নাসির প্রমুখ। পরিচালনা সরদার রোকন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সোনাভান’। অভিনয়ে খায়রুল বাসার, নাজিয়া হক অর্ষা, সুমন সোম প্রমুখ। পরিচালনা জামাল মল্লিক। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বাপকা বেটা’। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আরফান আহমেদ, ফারহানা মিলি, অলিউল হক রুমি, আবদুল্লাহ রানা, শেলী আহসান, বিনয় ভদ্র প্রমুখ। পরিচালনা এস আই সোহেল। 

রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ধরা’। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা, আমিন আজাদ, সাদিয়া ইসলাম প্রমুখ। রচনা ও পরিচালনা হামেদ হাসান নোমান। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ক্ষমা করে দিও’। অভিনয়ে জাহিদ হাসান, আশনা হাবিব ভাবনা, ডা. এজাজ, মাহমুদুল ইসলাম মিঠু, সূচনা সিকদার প্রমুখ। পরিচালনায় হানিফ খান। রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘প্রেম পরীক্ষা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, বড়দা মিঠু, শামীমা নাজনীন প্রমুখ। রচনা সুবাতা রাহিক জারিফা। পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে মেগা নাটক ‘কোরবানীর বিরাট হাট’। অভিনয়ে আজিজুল হাকিম, মীর সাব্বির, দিলারা জামান, রাশেদ মামুন অপু, এস এ হক অলিক, বিনয় ভদ্র, স্নিগ্ধা, স্মরণ সাহা, তমা ইসলাম, লাজুক প্রমুখ। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা এস এ হক অলিক।

দীপ্ত টিভি

সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক ‘বাকবাকুম’। পরিচালনা মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে অপূর্ব, সাফা কবির প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘আমার বউ সব জানে’। পরিচালনা মারুফ হোসেন সজীব। অভিনয়ে খায়রুল বাসার, আনিকা আইরা প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘তুমি আছো সবখানে’। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বাই সাইকেল প্রেম-২’। পরিচালনা বিশ্বজিত দত্ত ও প্রীতি দত্ত। অভিনয়ে তৌসিফ মাহমুদ, সাবিলা নূর, নাদিয়া আহমেদ, প্রিয়া বিপাশা, তামিম মৃধা। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘অবতার’। পরিচালনা মুরসালিন শুভ। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘হবু শ্বশুর বাড়ি’। পরিচালনা মাহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles