Friday, July 5, 2024

অঞ্জনের কাছে এই প্রজন্মের নির্মাতাদের শেখার আছে: তমা মির্জা


সংগীতশিল্পী, নির্মাতা ও অভিনেতা। তিন অধ্যায়েই ধারাবাহিকভাবে অসাধারণ ও সমান্তরাল। এমন বিরল প্রতিভার প্রমাণিত শিল্পী আজকাল মেলা ভার। সর্বশেষ নন্দিত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনের একাংশ নিয়ে বানানো সিনেমা দিয়ে প্রশংসায় ভাসছেন বাংলাজুড়ে। তো সেই সব্যসাচী অঞ্জন দত্তের সাহচর্যে গিয়ে মুগ্ধ না হওয়ার তো কারণ নেই।

ঢাকাই সিনেমার তমা মির্জার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ফলে সেটি নিয়ে ফলাও করে খবর প্রকাশেরও কিছু নেই! তবুও লিখতে হচ্ছে এই কারণে, অঞ্জন ইউনিটে মিশে ‌‘সুড়ঙ্গ’ নায়িকার আলাদা কিছু অভিজ্ঞতা আর প্রতিক্রিয়া জন্মেছে ভেতরে ভেতরে।

তমা মির্জা মঙ্গলবার পেরিয়ে দিবাগত মধ্যরাতে (৩ জুলাই) তার কিছুটা শেয়ার করেছেন বাংলা ট্রিবিউন বরাবর। যেখানে অভিজ্ঞ নায়িকা নিজেকে যেন প্রকাশ করেছেন অঞ্জনের সেই তিরতিরে প্রেমিকা বেলাবোসের মতো করে! যৌবনে পা ফেলেই অঞ্জনের যে গানটা শুনে মনে মনে এমন একজন প্রেমিকাকে গড়েছেন মন-কোঠরে। নিজের অজান্তেই নিজেকে দাঁড় করিয়েছিলেন বেলাবোসের আদলে, আর ছুঁয়ে গেছেন প্রেমিক অঞ্জনের আকূল হৃদয়।

বহু বছর পর সেই অঞ্জন দত্তকে হাতের কাছে পেয়ে তমা যেন ভেতরে লুকিয়ে থাকা বেলাবোসই হয়ে গেলেন নিজের অজান্তে। বললেন, ‘‘অবশেষে আমি যেন সেই অঞ্জনকে খুঁজে পাই, যিনি হাহাকার করেছিলেন আমার কৈশোরে ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো…’ বলে বলে।’’

অঞ্জনের সেটে তমা বলাই হলো না, প্রথমবার অঞ্জন দত্ত কাজ করেছেন বাংলাদেশের কোনও ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আর তাতে তিনি কাস্ট করেছেন ঢাকার তমা মির্জাকে। এটি নির্মাণ করছেন অঞ্জন, সঙ্গে অভিনয়ও। ‘দুই বন্ধু’ নামের এই সিরিজটি বিঞ্জ অ্যাপে মুক্তি পাচ্ছে শিগগির। এরমধ্যে প্রকাশ্যে এসেছে অঞ্জন-তমা টিমের কিছু বিহাইন্ড দ্য স্থিরচিত্র।

নির্মাতা অঞ্জন এবং সহশিল্পী অঞ্জন। তমা মির্জা দুটোই পেয়েছেন একসঙ্গে। কেমন অভিজ্ঞতা হলো কৈশোরের ক্রাশকে এতোটা নাগালে পেয়ে। জবাবে অনেক কথাই বললেন। তবে যেটুকুতে কান আটকে গেলো, সেটুকু এমন- ‘অঞ্জন দত্তর কাছে এই প্রজন্মের নির্মাতাদের অনেক কিছু শেখার আছে। অনেক।’

তমা মির্জা সম্ভবত অঞ্জনের নির্মাণ ভাবনা আর বাস্তবায়ন দেখে অনেকটা ফ্ল্যাশব্যাকে ডুবে গেছেন ঢাকার অভিজ্ঞ অভিনেত্রী তমা। যিনি এরমধ্যে সিনেমা আর ওটিটি মিলিয়ে প্রায় সব রকমের নির্মাতার সঙ্গেই কাজ করেছেন। সেখান থেকে তমার অঞ্জন অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বটে।

শোনা যাক মির্জা কন্যার ভাষ্য, ‘অঞ্জন দা কাজপাগল একজন মানুষ। শুটিং সেটে ত্রুটিহীন নিখুঁত। ব্যক্তি অঞ্জন আরও অসাধারণ। আমি এ পর্যন্ত অনেক নির্মাতার সঙ্গে কাজ করেছি। তারমধ্যে অঞ্জন দা শ্রেষ্ঠ। ডিরেক্টরের পাশাপাশি তিনি এখানে আমার সহশিল্পীও। এতে তার নতুন গানও রয়েছে। ইউনিটে রয়েছে তার পুত্র নীল দত্তও। ফলে একটা মানুষের প্রায় সবগুলো লেয়ার আমি দেখতে পেয়েছি নিজ চোখে। সেসব মিলিয়ে আমার এই মুগ্ধতা প্রকাশ। একটা মানুষ গান, অভিনয় আর নির্মাণে এতো উঁচুতে ওঠার পরেও এতোটা ডাউন টু আর্থ হতে পারে, ভাবতে পারি না।’

অঞ্জনের সেটে তমা অঞ্জন মুগ্ধতায় ডুবে যেতে যেতে তমা বলেই যাচ্ছিলেন, না বলা কথাগুলো যদি আর বলা না হয়! 

‘এই কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি তার কাছে। বিশেষ করে অঞ্জনের কাছে এই প্রজন্মের নির্মাতাদের অনেক কিছু শেখার আছে। এখন আমরা বা আমাদের নির্মাতারা খুব সহজে নিজেকে অনেক বড় কিছু দাবি করে ফেলি! সেই মানুষগুলোর আসলে দেখার ও শেখার আছে অঞ্জন দত্তর পাঠশালায় (শুটিং ইউনিট) এসে।’ 

যেন ‘সুড়ঙ্গ’ থেকে বেরিয়ে সূর্যের আলো চোখে মেখে ‘জীবন থেকে নেয়া’ কথাগুলো শোনালেন তমা মির্জা।

এই কাজটি না করলে তমা জানতেন না, এমন একজন বৈশ্বিক মেধাবী শিল্পী কতোটা ‘ডাউন টু আর্থ’ থাকেন।

তমা মির্জা অঞ্জনের ‘দুই বন্ধু’ ‍সিরিজটি মূলত দুজন বন্ধুর মিউজিক্যাল জার্নির গল্প। যেখানে থাকছে অঞ্জন দত্তের ৬টি অপ্রকাশিত গান। তমা মির্জা নাচের মানুষ হলেও গানের আসেপাশেও নন। তাহলে এখানে তার চরিত্রটি কী ও কেমন? যদিও এখনই সব জানাতে বাধা আছে টিম অঞ্জনের। 

তবুও বললেন ঢাকার বেলাবোস, ‘আমার চরিত্রটি বেশ সাধারণ। খুব বেশি বাড়িয়ে বলার কিছু নেই। এভাবেও বলতে পারি, এমন সাধারণ চরিত্র বহুদিন পর করেছি। অথচ কাজটি করে আমি খুবই হ্যাপি। এ ক্ষেত্রে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আগেই বলেছি চরিত্রটি সাধারণ। তবে ইউনিটে ঢুকে নির্মাতা অঞ্জনের সামনে অভিনয়টা করতে গিয়ে মনে হলো- যে কোনও চরিত্রই আসলে চ্যালেঞ্জিং। মানে হালকা ভেবে উড়িয়ে দেওয়া ঠিক নয়। এই কাজটি করে সেটাই আমার শিক্ষা হলো।’

অঞ্জনপুত্র নীলের সঙ্গে তমা ‘দুই বন্ধু’তে অঞ্জন দত্ত ও তমা মির্জা ছাড়াও অভিনয় করেছেন সুপ্রভাত, শাওন চক্রবর্তীসহ অনেকে। এরমধ্যে শুটিং-ডাবিং-সম্পাদনা শেষ। মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও অভিনেত্রীর ধারণা সেপ্টেম্বরে এটি মুক্তি পাচ্ছে।

সিরিজে তমাকে দেখা যাবে কর্পোরেট চাকুরে এক চঞ্চল যুবতীর চরিত্রে। তবে অঞ্জনের সঙ্গে সিরিজে তার সংযোগের বিষয়ে বলতে অপারগ তমা। এটুকু বলে শেষ করলেন, ‘‘সিরিজে অঞ্জন দা’র বেশ ক’টি নতুন গান আছে। যেগুলো শুনলে ‘বেলাবোস’র সেই প্রেমিক দাদাকে খুঁজে পাই, দর্শকরাও পাবেন নিশ্চয়। যদিও সিরিজে আমার চরিত্রের নাম বেলাবোস নয়।’’ তমা মির্জা

বলা দরকার, তমা মির্জা সর্বশেষ মুগ্ধতা ছড়ান রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে। যেখানে তিনি অভিনয় করেছেন আফরান নিশোর সঙ্গে। ছবিটি বাণিজ্য ও সমালোচক বিচারে সফল।




👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles