Friday, December 5, 2025

প্রেক্ষাগৃহে ঝড়ের পর একসঙ্গে দুই ওটিটি প্ল্যাটফর্মে ‘তুফান’


এটা আগাম বলা বেশ মুশকিল, যে সিনেমা প্রেক্ষাগৃহে ঝড় তুলবে সেটা ওটিটি দর্শকের মন জয় করতে পারবে কি না। কারণ, হলিউড-বলিউড কিংবা তামিল-তেলুগু অভিজ্ঞতা থেকে বিষয়টি ফিফটি ফিফটি চান্স। এমনও সিনেমা রয়েছে, যা প্রেক্ষাগৃহে সফল না হলেও ব্লকবাস্টার হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। তবে ঢালিউডের বিচারে সেটি এখনও নতুন অভিজ্ঞতার মতো! যার মধ্যে সফলতার নজির নেই বললেই চলে।

তবে ছবিটি যখন ‘তুফান’ হয়, তখন সেটি নিয়ে বাজি ধরা যায়। তাও আবার যদি মুক্তি হয় দুই বাংলার সেরা দুটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে; তবে তো ভাববার অবকাশ রয়েছে। সেপ্টেম্বর মাসের ঠিক প্রথম দিন সকালেই ঢাকার চরকি আর কলকাতার হইচই আলাদা আলাদা মেইল বার্তায় জানিয়েছে, ‘তুফান’ ছবিটি মুক্তি দিচ্ছে তারা।

দুই পক্ষই এড়িয়ে গেছে মুক্তির দিন-ক্ষণ। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে, ছবিটি তারা একই দিন একই সময়ে উন্মুক্ত করতে যাচ্ছে নিজ নিজ ওটিটি প্ল্যাটফর্মে।

‘তুফান’-এ শাকিব খান বলা দরকার, ঈদুল আজহা উপলক্ষে ১৭ জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই স্টার সিনেপ্লেক্স চেইন এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। পাওয়া যাচ্ছিল না টিকিট। উৎসবের সিনেমাটি উৎসব পেরিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মাঝেও দর্শকরা দেখেছেন। স্টার সিনেপ্লেক্সের দেয়া তথ্যমতে, জুন-জুলাই মাসে টিকিট বিক্রির হিসাবে ‘তুফান’ ছিলো সবচেয়ে এগিয়ে। 

দেশের বাইরেও ‘তুফান’ ঝড় অব্যাহত ছিলো। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ভারত, ওমানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সব দেশেই সিনেমাটি প্রেক্ষাগৃহে টেনেছে প্রবাসী বাংলাদেশিদের। তবে এর মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে উল্লেখযোগ্য সাড়া পায়। শেষ ২৩ আগস্ট সিনেমাটি মুক্তি পায় মালয়েশিয়াতে।

‘তুফান’-এ শাকিব খান ও মিম ওটিটিতে মুক্তি প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘মুক্তির পর দীর্ঘদিন হাউজফুল ছিল ছবিটি। হয়েছে ইন্ডাস্ট্রি হিট। অনেক দর্শক টিকিট না পেয়ে তুফান দেখতে পারেননি। এরপর তো ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ হতে লাগল। মানুষের মনে স্বস্তি ছিল না, প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। চরকি ও হইচই অ্যাপে সিনেমাটি মুক্তি পাওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে আগ্রহীদের সেই অপেক্ষা শেষ হবে। মুক্তির দিন থেকে সিনেমাটিকে দর্শকরা যে ভালোবাসা দেখিয়েছেন, ওটিটিতে মুক্তির পর এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশা করি।’

‘তুফান’-এর চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছন শিহাব নুরুন নবী, কস্টিউম করেছেন ফারজানা সান। এছাড়া সিনেমার গানগুলো মুক্তির পর পরই সাধারণ মানুষ লুফে নিয়েছিল। বিশেষ করে ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ গান দুটি পেয়েছে মেগাহিট তকমা।

‘তুফান’ ওটিটিতে মুক্তির ব্যাপারে হইচই-এর কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘ছবিটি হইচই-তে আসছে এই খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক একসাইটমেন্ট এরই মধ্যে লক্ষ্য করছি। ওটিটিতে মুক্তি দেয়ার মধ্য দিয়ে আমরা দুই বাংলার দর্শকদের মনোবলকে উজ্জীবিত করতে পারবো।’

‘তুফান’-এ শাকিব খান ও নাবিলা হইচই-এর প্রধান পরিচালন কর্মকর্তা সৌম্য মুখার্জী বলেন, ‘‘তুফান’ নিয়ে আমরা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের প্রতি নজর দিচ্ছি!”

‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার গাউসুল আলম শাওনসহ অনেকে। 

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles