Wednesday, October 15, 2025

নিষেধাজ্ঞায় ‘বিস্মিত’ জেনারেল আজিজ, বললেন ‘এতে লাভ নেই’


‘চাকরি থেকে অবসরে যাওয়ার তিন বছর পর বিশ্বের এক নম্বর একটা দেশের এমন সিদ্ধান্ত সত্যিই অবাক করা বিষয়। আমি বিস্মিত হয়েছি, আমি অবাক হয়েছি। এসব নিষেধাজ্ঞা দিয়ে তো কোনও লাভ নাই। এটার কোনও ফলাফলও নাই। সবাইকে জানানোটাই হচ্ছে কথা। আর আমিও তো কাউকে বলিনি যে কথা বলবো না।’ নিজের ও পরিবারের সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ মঙ্গলবার (২১ মে) রাতে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (অব.) বলেন, ‘তারা যে দুটি অভিযোগ দিয়েছে, ইট ইজ নাথিং নিউ। নতুন কিছু নয়। আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। ওখানে যা ছিল, এই দুটি অভিযোগ কিন্তু ওখানে ছিল। বরং ওরা (আল জাজিরা) আরও মসলা দিয়ে আরও প্রচার করার চেষ্টা করেছিল। কিন্তু এরা এখানে কোনও নাম ম্যানশন করেনি। সংক্ষেপে দুটি কথা লিখেছে। অনেকটা আল জাজিরাকে কপি করা হয়েছে। এখন আমার বক্তব্য হচ্ছে, কোনোটাই সত্য নয়।’

জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আমি চার বছর ডিজি, বিজিবি ছিলাম। তিন বছর সেনাপ্রধান ছিলাম। কেউ বলতে পারবে না আমি আমার কোনও ভাইকে একটা কন্ট্রাক্ট দিয়েছি। এটা তো প্রশ্নই আসে না যে আমার ভাইকে মিলিটারি পারচেজের (কেনাকাটা) কন্ট্রাক্ট দিয়ে আমি ঘুষ গ্রহণ করেছি ভাইয়ের মাধ্যমে। এগুলো ডাহা মিথ্যা কথা। আমি আমার কোনও ভাইকে কন্ট্রাক্ট দেইনি। এটা আমি সব মিডিয়াকে বলেছি। মিলিটারি কন্ট্রাক্টের কথা যেটা ওরা বলছে, সেটা হচ্ছে আল জাজিরায় তারা যেটা বলছিল আরও কিছু রঙ মাখিয়ে সেটাকেই কাকতালীয়ভাবে মেলানোর চেষ্টা করা হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা।’

তিনি বলেন, ‘আমার ভাই ২০০২ সাল থেকে দেশের বাইরে। ভ্যালিড ডকুমেন্ট নিয়ে তিনি দেশের বাইরে গেছেন। দেশ থেকে চলে যাওয়ার জন্য আমি তাকে সহযোগিতা করেছি আমার অফিসিয়াল ক্যাপাসিটিতে, দেশের প্রচলিত প্রথাকে উপেক্ষা করে এসব ভক্কর-চক্কর করেছি, এটার কোনও যুক্তি আছে বলে আমি মনে করি না।’

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ (ছবি: সংগৃহীত)

জেনারেল আজিজের কাছে জানতে চাওয়া হয়েছিল, তার দিক থেকে কিছু করণীয় আছে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার করণীয় কী আর হবে! অনেক সাংবাদিক ভাই এসেছিলেন, জানতে চেয়েছেন, বক্তব্য দিয়েছি। আমি আমার বক্তব্য সবাইকে জানিয়েছি। এটাই করণীয়। তারা যদি ব্যক্তি আজিজকে টার্গেট করে থাকে, ভেরি আনফরচুনেট। বিশ্বের এক নম্বর দেশ! তাও একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা! অবসরে যাওয়ার তিন বছর পর এমন সিদ্ধান্ত নিয়েছে। কোনও রাজনীতিতে নাই, কোনও কিছুতেই নাই। এমন একজনকে নিয়ে এ ধরনের সিদ্ধান্তে আমি বিস্মিত ও অবাক হয়েছি। এটা হচ্ছে এক ধরনের কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এসব নিষেধাজ্ঞা দিয়ে তো লাভ নাই। এটার কোনও ফলাফল নাই। এই যে সবাইকে জানানো, এটাই হচ্ছে কথা। আর আমিও তো কাউকে বলিনি যে কথা বলবো না।’

এই নিষেধাজ্ঞার পেছনের উদ্দেশ্যটা কী জানতে চাইলে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আমি রাজনীতিবিদও নই। কোনও অ্যানালিস্টও নই যে অ্যানালাইসিস করে বলবো। আমি রিটায়ার্ড পারসন। বাট ভেরি আনফরচুনেটলি এটা করা হয়েছে।’

সরকারকে হেয় করার জন্য কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হতেও পারে। যেহেতু আমি এখন কোথাও নাই, সেজন্য অন্য কাউকে এটাতে যুক্ত করতে চাচ্ছি না। এটা সবাই বুঝতে পারবেন। সচেতন যে কেউ বুঝতে পারবেন কাকে টার্গেট করে কী জন্য এটা করা হয়েছে।’

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধানকে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১(সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র তাকে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশে ‘গণতন্ত্রের অবনতি’ ও ‘দুর্নীতি’তে জড়িত থাকার কারণ দেখিয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বলছে, নিজের ক্ষমতাকে ব্যবহার করে আজিজ আহমেদ সামরিক বাহিনীর ঠিকাদারি তার ভাইকে পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং অপরাধ সত্ত্বেও নিজের ভাইদের বাঁচাতে দুর্নীতির আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন- 

ভিসানীতি নয়, অন্য আইনের প্রয়োগ সাবেক সেনাপ্রধানের ওপর: ওবায়দুল কাদের

জেনারেল আজিজ ইস্যুতে মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জেনারেল আজিজের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র




👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles