সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৫ জুলাই বলেছিলেন, ছাত্রদের আন্দোলন যৌক্তিক। ১০ শতাংশ কোটা রেখে ছাত্রদের প্রস্তাব মেনে নিতে অনুরোধ করেছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী।
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলার রিমান্ড শুনানিতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এসব কথা বলেন ইনুর আইনজীবী মোহাম্মদ সেলিম।
এর আগে নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সবুজ রহমান।
এদিন বিকাল পৌনে ৪টার দিকে ইনুকে আদালতে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। রিমান্ড শুনানির আগে ৪টার কিছু আগে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে তোলা হয়। এসময় ইনুকে হাস্যোজ্জল দেখে বিদ্রুপ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
এরই মাঝে ৪টা ৬ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে তাকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়।
রাষ্ট্রপক্ষ তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করে। রিমান্ডের কারণ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) বলেন, আন্দোলন দমনে তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে। উনি ছাড়া কে বা কারা জড়িত, আন্দোলনে কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে, তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি। তিনি আগে একটি মামলায় রিমান্ড ভোগ করেছেন। কোর্টে আসছেন। একটা জিনিস বুঝি না, এখানে দাঁড়িয়ে হাসে। তারা স্বৈরাচারের জন্ম দিয়েছে। ১৫ বছর জোর করে ক্ষমতায় ছিল। তারা কি জানতো না, এর পরিণতি আছে। হাসিনার ভেতর পিতৃহত্যার বিচার নিয়ে ক্ষোভ থাকতে পারে। কিন্তু এরা কেন এমন হলো। এই বৃদ্ধ বয়সে এসে অনুশোচনা হয় না? তাও নাই। এক হাজার ছাত্র জনতার রক্তে দেশ রঞ্জিত করেছে, এখনও হাসে। তারা কেন হাসবে? লাশের ওপর ভর করে ক্ষমতায় থাকতে চাই। যৌক্তিক রিমান্ড চেয়েছে। রিমান্ড মঞ্জুর করা হোক।
এরপরে ইনুর পক্ষে মোহাম্মদ সেলিম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, প্রসিকিউশন পক্ষ ঠিকই বলেছে, তিনি বিপ্লবী। ছাত্রজীবনে ২৩ বছর বয়সে আন্দোলন করার কারণে তার বাবার চাকরি চলে যায়। উনি আসলেই বিপ্লবী। ছাত্রদের আন্দোলন সমর্থন করেছেন। শেখ হাসিনাকে ১৫ জুলাই বলেছিলেন, ছাত্রদের আন্দোলন যৌক্তিক। ১০ শতাংশ কোটা রেখে ছাত্রদের প্রস্তাব মেনে নিতে অনুরোধ করেছিলেন। এসময় আইনজীবীরা চিৎকার শুরু করেন।
এরপর বিচারক জানতে চান, আদালতে উপস্থিত সবাই আইনজীবী কিনা। রাজনীতির কারণে কোর্টে এসেছে। আবারও হই-হুল্লোড় করেন আইনজীবীরা। এসময় বিচারক বলেন, আপনারা কি শুনানি করতে দেবেন না দেবেন না। এরই মাঝে শুনানি চালিয়ে যান আইনজীবী।
এই আইনজীবী আরও বলেন, এজাহারে ওনার নাম নেই। কিছু বলেননি। ৭ দিনের রিমান্ডে ছিলেন। ১৯৮৮ সালে ওপেন হার্ট সার্জারি করেছেন, অসুস্থ। একথা বললে আইনজীবীরা আবার চিৎকার শুরু করেন। বলেন, তার ১০ দিনেরই রিমান্ড চাই।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। ২৬ আগস্ট রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা যায়, গত ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক সুজন। ওই ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন।
👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com