Friday, December 5, 2025

‘কেন্দ্রে বসে শাসন করলে চলবে না, শুনতে হবে প্রান্তিক মানুষের কথা’


‘এখন যারা ক্ষমতায় বসেছেন, তাদের বুঝতে হবে, শুধু কেন্দ্রে বসে শাসন করলে চলবে না। আপনাদের শুনতে হবে এদেশের প্রান্তিক মানুষের কথা। অটোচালক-রিকশাচালকদের কথাও শুনতে হবে। সবাইকে নিয়েই বাংলাদেশ।’

শনিবার (৩১ আগস্ট) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মিনার মুক্তমঞ্চে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ: তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে সাম্প্রতিক সময়ে আলোচিত সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এই সেমিনারে তিনি বলেন, অনেকে বলছেন, তরুণরা কী জানে? তারা উপদেষ্টা হয়ে বসছেন কেন? আমার বক্তব্য হলো, এই তরুণরা অনেক কিছুই জানে, আমরা যা জানি না। আমরা বলি মাদ্রাসা, ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যমের ত্রিমুখী শিক্ষাব্যবস্থা ঠিক না করলে দেশকে একতাবদ্ধ করা যাবে না। কিন্তু তরুণরা করে দেখিয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়লে মাদ্রাসা, ইংরেজি মাধ্যম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছে। এই লড়াই যেমন ঢাকার, তেমনি এটা গোটা বাংলাদেশেরও। রাজশাহীতে মানুষ জীবন দিয়েছে, রংপুরে আবু সাঈদ জীবন দিয়েছে। ঢাকায় আমার ছোট ভাই ফারহানসহ অনেকে জীবন দিয়েছে। শুধু ঢাকা নিয়ে থাকলে এই বিপ্লব সম্ভব হতো না।

সেমিনারে রাবির আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম পিটার বলেন, ‘আমি পরবর্তীতে এমন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার কোনও মেয়ে, মেয়ের বান্ধবী, কোনও কলিগ, কোনও শিক্ষকের ভয়ে জড়সড় হয়ে মাথা নিচু করে চলবে না। ভবিষ্যতে আমার যে মেয়ে আছে সেও যেন গর্বের সাথে চলতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। আমার যে ছাত্র রাজনৈতিক মতাদর্শ ধারণ করে, এই রাজনৈতিক মতাদর্শ ধারণ করার কারণে কোনও শিক্ষক তাকে পরীক্ষার খাতায় কম নম্বর দেবে না। কোনও শিক্ষক তার ছাত্রীকে বলবে না, তুমি একান্তে আমার চেম্বারে এসে দেখা করে যাও। অতীতে যারা এ ধরণের কাজ করে গিয়েছেন, আমি চাই না তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর পাঠদান করুক।’

দুর্নীতি কমিশনের তদারকির জন্য ওয়াচডগ কমিটি চেয়ে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানে দুর্নীতি কমিশন রয়েছে। আমি চাই এই দুর্নীতি কমিশনের তদারকির জন্য ওয়াচডগ কমিটি থাকুক যে কমিটি তাদের কাজের তদারকি করবে। কারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা বুঝতে পারে দুর্নীতির কারণে তাদের জীবন কী পরিমান দুর্বিষহ হয়েছে। এমন একটি জাতীয় নির্বাচন হোক যেখানে প্রতিটি নাগরিক তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করবে, যেখানে কেউ তাকে বাধ্য করবে না।

পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘স্বৈরশাসক কখনও একা একা টিকে না। কেউ ইচ্ছায় এবং অনিচ্ছায় ভূমিকা পালন করে। ইচ্ছায় যারা ভূমিকা পালন করেছে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদেরকে কথিত বুদ্ধিজীবী বলা হয়। একজন পুলিশ বলতে পারে সে হুকুমের চাকর, যাকে বললে সে গুলি ছুড়তে বাধ্য। কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোনও হুকুমের চাকর না। আমরা জানি একটা পশুকে গলায় দড়ি বাঁধলে যেমন সে চলে, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আমাদের সঙ্গে তেমন আচরণ করেছে।’

সহ-আলোচকের বক্তব্যে বাংলাদেশ স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের অন্যতম সদস্য ডা. সারা আহমেদ সাবন্তী বলেন, যখন আমাদের সন্তানদের রক্ত রাজপথে ঝরতে শুরু করলো তখন আসলে চুপ করে বসে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি। যেদিন ঢাকা মেডিক্যালের ইমারজেন্সিতে ঢুকে আহতদের আবার পিটানো হলো সেদিন চিকিৎসক হিসেবে আমি খুব বিপন্নবোধ করেছি। বর্তমানে আমরা রাজনৈতিক পরিচয়হীন ডাক্তাররা মিলে একটা সংগঠন করেছি। আমরা আমাদের স্বাস্থ্য ব্যাবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করতেছি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা দৃষ্টি শক্তি হারিয়েছেন, কোনও অঙ্গহানি হয়েছে তাদের পুনর্বাসনের বিষয়টা আমরা খুব গুরুত্বের সাথে নিতে চাচ্ছি। সেজন্য তহবিল সংগ্রহ থেকে তাদের পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদে যা লাগে আমরা করবো।

পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এসএ সালমান সাব্বিরের সঞ্চলনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মেশকাত। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, প্রাণরসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করীম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন, আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ।

সেমিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার অন্যতম সমন্বয়ক রাশেদ রাজনের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 




👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles