বগুড়ার আদালতপাড়ায় মারধরের শিকার হয়েছেন ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা করতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে গেলে তিনি মারধরের শিকার হন।
আলোচিত এই ইউটিউবারের দাবি, বিএনপির লোকজন তার ওপর হামলা চালিয়েছেন। তবে জেলা বিএনপির নেতা এই দাবি প্রত্যাখ্যান করে বললেন, তাকে মারার রুচি বিএনপির কারো নেই।
এই বিষয়ে হিরো আলমের দাবি, সাবেক শেখ হাসিনার সরকারের লোকজনের বিরুদ্ধে মামলা করতে এসে তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে বিএনপির লোকজন তাকে মারধর করেছে। তিনি ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার কথাও বললেন।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা দাবি করেন, ‘হিরো আলমকে প্রমাণ করতে হবে তাকে বিএনপির লোকজন মারপিট করেছে। তাকে মারপিট করার জন্য বিএনপির কারও রুচি নেই। তিনি প্রচার নেওয়ার জন্য ইচ্ছা করে মার খান। হিরো আলম হয়তো এমন কোনও আচরণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনগণ তাকে মারপিট করেছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, হিরো আলম বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের পঞ্চমতলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার পর নিচে নেমে আসেন। দুপুর ১২টার দিকে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত আদালত চত্বরে তার ওপর অতর্কিত হামলা চালায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে তাকে প্রকাশ্যে মারধর ও কানধরে ওঠবস করানো হয়। এ সময় সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এর আগে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি কোনোদিন তারেক রহমানের বিরুদ্ধে খারাপ কিছু বলিনি। কেউ ফুটেজ দেখাতে পারলে গলায় জুতার মালা পরে শহর ঘুরবো।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করেছিলাম, ২০২৪ সালে দেশ স্বাধীন হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে সরিয়েছি, এখন স্বাধীনভাবে চলাফেরা করবো; কিন্তু দেশ স্বাধীন হয়নি। বিএনপির লোকজন আজকে যে হামলা করলো তাতে কি মনে করেন দেশ স্বাধীন হয়েছে?’
হামলাকারীদের উদ্দেশে হিরো আলম বলেন, ‘বিএনপির লোকজনকে বলি, আমাকে মেরে ফেলবেন মারেন, কোনও অসুবিধা নেই। আমি হিরো আলম মৃত্যুকে ভয় পাই না; পারলে মেরে ফেলেন। একজন হিরো আলম মরলে শত হিরো আলমের জন্ম হবে। বিনা অপরাধে আমাকে হত্যার চেষ্টা করেছে। সবার চেহারা দেখেছি; সবার বিরুদ্ধে মামলা করবো। বিএনপির লোকজন ক্ষমতায় না আসতেই তাদের পাওয়ার বেড়ে গেছে।’
তিনি দাবি করেন, ‘বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে জীবনে একটা মামলা করেছিলেন। আর ডিবি হারুন তাকে ও তার পরিবারকে ট্র্যাপে ফেলে সেই মামলা করতে বাধ্য করেছিলেন। যা আমি আগেই বলেছি। বিএনপির লোকজন কীভাবে আমার ওপর হামলা চালিয়ে মারধর করলো সেটি আপনারা ভিডিওতে দেখবেন। বিএনপি ক্ষমতায় না আসতেই আমাদের ওপর পাওয়ার দেখালো, তারা ক্ষমতায় এলে দিনের বেলায় মানুষকে জবাই করবে। বিএনপির লোকজন এখনই ভাববেন না আপনারা প্রধানমন্ত্রী হয়ে গেছেন। মারধরের বিচার একদিন বাংলার মাটিতে হবে। যারা মারধর করেছেন, তাদের একজনও বাঁচতে পারবে না। আমি হিরো আলম মারা যাবো কিন্তু মাথানত করবো না।’
এদিকে মারধরের শিকার হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন হিরো আলম। হাসপাতালটির উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, আহত হিরো আলম সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে বগুড়া-৪, ৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচনে লড়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ভোটের মাঠে আলোচিত প্রার্থী ছিলেন। তবে নির্বাচনেই প্রতিবারই মার খেতে হয়েছিল তাকে। ভোটের ফল কারচুপির অভিযোগও তুলেছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এসব বিষয়ে মামলার করতে গিয়ে আবারও মার খেলেন হিরো আলম।
👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com
STMicroelectronics has launched its fourth-generation STPOWER silicon carbide (SiC) MOSFET expertise, delivering breakthroughs in energy…
Reduces Radio Frequency (RF) machine modeling time from days to hours Automated Python workflows streamline…
As I conceptually mentioned final Might, following up with a teardown practically a yr later…
Information and developments from Microsoft Ignite to showcase our dedication to your success on this…
Have you ever ever returned from a wonderful stretch of PTO to an unimaginable quantity…
2 Chief Adviser Professor Muhammad Yunus at the moment stated the interim authorities needs to…