Categories: Bangladesh News

সমুদ্রসম্পদের ব্যবহার নিশ্চিত করার আহ্বান


২০৪১ সালের মধ্যে আধুনিক, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সমুদ্রসম্পদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।

বুধবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ওশান প্রসপারিটি: ক্যাটালাইজিং দ্য ব্লু ইকোনমি ইন বাংলাদেশ‘ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের ‘সাসটেইনেবল ব্লু প্রোডাকশন’ শীর্ষক ব্রেকআউট সেশনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, সামুদ্রিক সম্পদের টেকসই উৎপাদন ও আহরণের উপায় খুঁজে বের করে সমুদ্রের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন করা।

মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শুধু বিদেশি সাহায্য, অনুদান বা সহযোগিতার ওপর নির্ভর করে আমরা এগোতে পারব না। আমাদের নিজস্ব সম্পদকে সমৃদ্ধ করতে হবে। আমাদের অর্থনীতিকে একটা দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। এটি করতে হলে আমাদের সামুদ্রিক অর্থনীতিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সুনীল অর্থনীতির অপার সম্ভাবনার যে বিশাল সমুদ্রসীমা আমাদের রয়েছে, সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা সম্ভব তো বটেই, আমাদের নিজস্ব অর্থনীতির ভিতও মজবুত করা সম্ভব হবে।

সমুদ্রসম্পদ উন্নয়নের নানাবিধ ক্ষেত্র রয়েছে, উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, সমুদ্রকেন্দ্রিক বাস্তবিক ও প্রায়োগিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে সে অনুযায়ী কাজ করা হলে আমাদের অর্থনীতিতে তা অনেক বড় অবদান রাখতে পারবে।

ব্লু ইকোনমির ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ, উল্লেখ করে মন্ত্রী বলেন, সমুদ্রে অফুরন্ত সম্ভাবনার প্রধান উৎস মাছের বাইরেও রয়েছে জৈবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি, জাহাজ নির্মাণ ও জাহাজভাঙা শিল্প, সামুদ্রিক জলজ প্রাণীর চাষাবাদ, লবণ উৎপাদন, সামুদ্রিক নবায়নযোগ্য শক্তির ব্যবহার, তেল-গ্যাস ও অন্যান্য সামুদ্রিক খনিজসম্পদ অনুসন্ধান, সমুদ্রবন্দর ও সমুদ্র পর্যটন। এই ক্ষেত্র বা উপাদানগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে। মাছ ব্লু ইকোনোমির বড় ক্ষেত্র। সামুদ্রিক মৎস্য সম্পদকে বড় সম্পদে তখনই পরিণত করা যাবে, যখন আমরা এই সম্পদকে যথোপযুক্ত আহরণ ও ব্যবহার করতে পারব।

মন্ত্রী বলেন, সামুদ্রিক মাছ আহরণের ক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সমুদ্রে মাছের অবস্থান, গতিবিধি, মাছের স্টক—এসব বিষয় নিয়ে গবেষণা জোরদার করতে হবে। সমুদ্রে মাছের পরিমাণ বা অবস্থান জানার উদ্দেশ্যে জরিপ চালানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে অনুসন্ধানী জাহাজ আনার চেষ্টা করছেন। এসব জাহাজ খুব শিগগির দেশে আসবে। এর ফলে সমুদ্রে মাছের অবস্থান, মাছের সংরক্ষণ এবং মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে আমাদের অর্থনীতিকে মজবুত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও গ্রামীণ প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) আব্দুল বাকী উপস্থিত ছিলেন। 

কী-নোট স্পিকার হিসেবে সাংহাই ওশান ইউনিভার্সিটির অধ্যাপক চেনহং লি, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির প্রধান বিজ্ঞানী ড. রামাইয়া নাগাপ্পা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের, সিনিয়র সায়েন্টিস্ট ড. মোস্তাক আহমেদ, চীনের ওশান ইউনিভার্সিটির অধ্যাপক কিউ জিন উপস্থিত ছিলেন।




👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Uncomm

Share
Published by
Uncomm

Recent Posts

তিস্তার পানিতে ধসে যাচ্ছে বাঁধ-সড়ক, আতঙ্কে নদীপাড়ের মানুষ

তিস্তার পানিতে ধসে যাচ্ছে বাঁধ-সড়ক, আতঙ্কে নদীপাড়ের মানুষ বাংলাদেশলালমনিরহাট প্রতিনিধি 2024-07-06 তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার…

14 mins ago

If You Need to be Heard, Be Able to Hear Too

Mark Twain as soon as mentioned that "details are cussed, however statistics are extra pliable."…

52 mins ago

শিশুরাই হবে আসল স্মার্ট, আগামীতে তারাই দেশ চালাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। শিশুরাই হবে আসল স্মার্ট, আজকের শিশুরাই আগামীতে দেশ…

1 hour ago

France’s Jordan Bardella, the immigrant’s son who would goal migrants

SAINT-DENIS, France — Stuffed with the savory scent of kebab retailers and the lilting sounds…

2 hours ago

Telecom Tariffs Pushed by Market Forces: Ministry of Communications

The Ministry of Communications clarified that the charges of telecommunication companies are determined by market…

2 hours ago

বাংলাদেশিদের জন্য লিবিয়ায় শ্রমবাজার তৈরি হচ্ছে, আছে চ্যালেঞ্জও

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার তৈরি হচ্ছে, বাড়ছে কাজের সুযোগ। তাছাড়া অবৈধভাবে ইউরোপের…

2 hours ago