Categories: Bangladesh News

ফেব্রুয়ারিতে রাজনীতি নিয়ে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বেশি: রিউমার স্ক্যানার


রিউমার স্ক্যানারের অনুসন্ধানে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৬৮টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। ফ্যাক্ট চেক থেকে গণনা করা সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ১২৭টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের ৪৭ শতাংশ। এছাড়া, জাতীয় বিষয়ে ৭৩টি, আন্তর্জাতিক বিষয়ে ১০টি, ধর্মীয় বিষয়ে ১৮টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে আটটি, শিক্ষা বিষয়ে পাঁচটি, প্রতারণা বিষয়ে ১৬টি, খেলাধুলা বিষয়ে সাতটি ভুল তথ্য শনাক্ত হয়েছে এই মাসে।

শনিবার (১ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, এসব ঘটনায় তথ্যভিত্তিক ভুলই ছিল সবচেয়ে বেশি, ১০৮টি। এ ছাড়া ছবি কেন্দ্রিক ভুল ছিল ৬৪টি এবং ভিডিও কেন্দ্রিক ভুল ছিল ৯৬টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ১৬৪টি, বিভ্রান্তিকর হিসেবে ৬৪টি এবং বিকৃত হিসেবে ৪০টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। প্ল্যাটফর্ম হিসেবে গত মাসে ফেসবুকে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, সংখ্যার হিসেবে যা ২৫০টি। এ ছাড়া এক্সে ৪৪টি, টিকটকে ১৬টি, ইউটিউবে ৩৮টি, ইন্সটাগ্রামে ২১টি, থ্রেডসে অন্তত তিনটি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও। ১০টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে। গেল ফেব্রুয়ারিতেও এই ধারাবাহিকতা দেখেছে রিউমার স্ক্যানার। গত মাসে ভারতীয় গণমাধ্যমে নয়টি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করা হয়েছে। এ ছাড়া তিনটি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্যের প্রচার করা হয়েছে। 

সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের বিষয়টি গেলো কিছু মাস ধরেই আলোচনায় রয়েছে। ফেব্রুয়ারিতে এমন ২০টি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এরমধ্যে অর্ধেক ঘটনাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে অপতথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে।

রিউমার স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে, গেল মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে ১৬টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। ভুল তথ্যগুলোর ধরণ বুঝতে এগুলোকে রিউমার স্ক্যানার দুইটি আলাদা ভাগে ভাগ করেছে। সরকারের পক্ষে যায় এমন ভুল তথ্যের প্রচারকে ইতিবাচক এবং বিপক্ষে যায় এমন অপতথ্যের প্রচারকে নেতিবাচক হিসেবে ধরে নিয়ে রিউমার স্ক্যানার দেখেছে, সাড়ে ৮৭ শতাংশ ক্ষেত্রেই এসব অপতথ্য সরকারের বিপক্ষে যাওয়ার সুযোগ রেখেছে।

ফেব্রুয়ারিতে ১৬টি ভুল তথ্য প্রচার করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও। সরকারের উপদেষ্টাদের মধ্যে জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে চারটি, নাহিদ ইসলামকে জড়িয়ে দুইটি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে তিনটি এবং আ ফ ম খালিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, ড. আসিফ নজরুলকে জড়িয়ে একটি করে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জড়িয়ে তিনটি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।

এই সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ-নিষিদ্ধ ছাত্রলীগকে জড়িয়ে প্রচারিত ভুল তথ্যের সবগুলোই দলটির প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি), দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভুল তথ্যের প্রচার দেখেছে রিউমার স্ক্যানার। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে গত মাসে ১৩টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমানকে জড়িয়ে এই সময়ে তিনটি অপতথ্য প্রচারের প্রমাণ মিলেছে। দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে এই সময়ে ১৬টি অপতথ্য প্রচার করার প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষার্থীদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, নবগঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়েও ভুয়া তথ্যের প্রচার করার প্রমাণ পেয়েছে প্রতিষ্ঠানটি।

ফ্যাক্ট চেকিং অনুসন্ধানে পাওয়া গেছে, ভুল তথ্যের রোষানল থেকে রক্ষা পায়নি রাষ্ট্রীয় বাহিনীগুলোও। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশকে জড়িয়ে ভুল তথ্যের প্রচারের প্রমাণ পাওয়া গেছে।

রিউমার স্ক্যানার অনুসন্ধান টিম বিভিন্ন অঙ্গনের সুপরিচিত ব্যক্তি এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে গতমাসে ১৪টি মৃত্যুর গুজব প্রচার করেছে। পুরোনো ভিডিও, বিভিন্ন প্রেক্ষাপটের ঘটনা এমনকি ভিন্ন দেশের ঘটনার ফুটেজ ব্যবহার করে ডাকাতির ঘটনা উল্লেখ করে অপতথ্যের প্রচার পেয়েছে রিউমার স্ক্যানার। গণমাধ্যমের নাম লোগো, শিরোনাম এবং নকল ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ৪৭টি ঘটনার দেশি ও বিদেশি ৩২টি সংবাদমাধ্যমকে জড়িয়ে ৫১টি ভুল তথ্য প্রচার করা হয়। ক্যাটাগরি ভিত্তিক ভুল তথ্য শনাক্ত ছাড়াও গেল মাসে একটি ফ্যাক্ট স্টোরি প্রকাশ করা হয়েছে বলে জানায় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি। সূত্র: বাসস


👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultractivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 bdphoneonline.com
👉 dailyadvice.us

Uncomm

Share
Published by
Uncomm

Recent Posts

The Way forward for Versatile Shows and Wearable Know-how: A Technical Deep Dive

Versatile shows and wearable expertise are quickly reworking the patron electronics business, pushing the boundaries…

60 mins ago

On-Chip Microcomb For Optoelectronics

- Commercial - Researchers from Peking College have developed an on-chip microcomb that bridges the…

6 hours ago

Backtracking on Backpropagation – Hackster.io

Trendy synthetic intelligence (AI)-based instruments actually are proving themselves to be helpful, however boy do…

20 hours ago

I grilled Strava’s execs in regards to the app’s future and the way Athlete Intelligence will enhance

Strava could also be the preferred health app on the earth, with 135 million customers…

20 hours ago

Telecom Operators Account for 85 P.c of Cellular Web Infrastructure Funding: GSMA Report

Cellular Community Operators (MNOs) account for 85 p.c of complete world funding in cellular web…

20 hours ago

Volker Türk discloses the UN’s position within the Jihadist Coup in Bangladesh

The United Nations’ position in world crises has lengthy been a topic of debate, however…

20 hours ago