Categories: Bangladesh News

নয়-দশে ৯০ লাখ তার হয়ে গেছে, নিয়োগ বাণিজ্য নিয়ে অধ্যক্ষ-চেয়ারম্যানের ফোনালাপ


বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী প্রধান শিক্ষক, আট কর্মচারী নিয়োগে প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা যুবলীগের সহসভাপতি আলী ইমাম ইনোকি এবং অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের বিরুদ্ধে দেড় কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফোনালাপ ফাঁস হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে শনিবার জেলা প্রশাসক ওই নিয়োগ পরীক্ষা স্থগিত এবং তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী প্রধান শিক্ষক, ল্যাবরেটরি কাম কম্পিউটার শিক্ষক ও সাত কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। শনিবার (২৯ জুন) ওসব পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই প্রতিষ্ঠানের সভাপতি শাজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি আলী ইমাম ইনোকি ও অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল নয় জনকে সিলেকশন করে প্রায় দেড় কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। 

এ নিয়ে শনিবার একজন অভিভাবক জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আমি গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক। প্রতিষ্ঠানে নয় জন শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রায় দেড় কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন সভাপতি ও অধ্যক্ষ। এ নিয়োগ বাণিজ্যের কারণে এলাকায় অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। ইতোপূর্বে প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে অনেক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। পুকুর ভরাটের টাকা আত্মসাৎ, গাছ বিক্রি ও রাস্তার সরকারি গাছ চুরিরও অভিযোগ আছে। এছাড়া ম্যানেজিং কমিটির বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা রয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, অধ্যক্ষের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের বিষয়টি তদন্ত করে নিয়োগ বাতিল এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এরই মধ্যে শুক্রবার রাতে অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল ও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুর একটি ফোনালাপের ‘অডিও’ ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ফোনালাপের অডিওতে শোনা যায়, চেয়ারম্যান আলী আতোয়ার অধ্যক্ষ মোতাহার হোসেনকে বলছেন, ‘নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ইনোকি আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। আমার টাকা নেওয়ার কোনও সুযোগ আছে? আমি কি কোনও নিয়োগপ্রার্থী চয়েস করেছি? সবই তো ইনোকি এক হাতে করেছে। তুমি (অধ্যক্ষ মুকুল) তো এ ব্যাপারে কারও সঙ্গে যোগাযোগ করোনি। সব টাকা তো ইনোকি লেনদেন করেছে। তুমি টাকা-পয়সা নাওনি? ইনোকি আট লাখ টাকার কথা বলে ১১ লাখ টাকা নিয়েছে। ইনোকি তিন জনের টাকা তোমাকে (মুকুল) দিয়েছে। সে তো প্রিন্সিপাল হিসেবে তোমাকে মানে না।’

উত্তরে অধ্যক্ষ মোতাহার হোসেন বলেন, ‘সে (ইনোকি) তো আমাকে মানে না। নিজেই সভাপতি, নিজেই কেরানি, নিজেই অধ্যক্ষ; সে-ই তো সব। ইনোকি আমার কথা শোনে না। একবারে নয় জনকে নিয়োগের ব্যবস্থা করেছে। একসঙ্গে নয়টা নিয়োগ দেওয়ায় সবার চোখ পড়েছে। নয়-দশে ৯০ লাখ তার হয়ে গেছে।’

এর জবাবে চেয়ারম্যান আলী আতোয়ার বলেন, ‘আমি তো শুনেছি আপনি (অধ্যক্ষ) টাকা নিলেও খরচ করেননি। যদি ফেরত দেওয়া লাগে, সে ভয়ে।’ উত্তরে অধ্যক্ষ বলেন, ‘আমি তিন লাখের বেশি পাইনি। আগে আমি আর আপনি টাকা নিয়ে নিয়োগ দিয়েছি, কেউ কি টের পেয়েছিল?’ 

এ নিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ দেখা দিলে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম ২৯ জুন সকাল ১০টার নিয়োগ পরীক্ষা স্থগিত, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলীকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ এবং নিয়োগ বোর্ড থেকে জেলা প্রশাসনের প্রতিনিধি শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহার করেন। রবিবার (৩০ জুন) বিকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আরাফাত হোসেন।

নিয়োগ পরীক্ষা স্থগিতের পর কলেজের সভাপতি আলী ইমাম ইনোকি এবং অধ্যক্ষ মোতাহার হোসেন শনিবার বিকালে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ফেসবুকে ছড়িয়ে পড়া ফোনালাপের অডিও ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা। আলী ইমাম ইনোকি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা নিয়োগ বাণিজ্যের অভিযোগ মিথ্যা। এটি প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র।’ 

ফোনালাপের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি চেয়ারম্যান আলী আতোয়ার বলেন, ‘যাচাই-বাছাই করলে ওই অডিও সত্য নাকি মিথ্যা, তা প্রমাণ হবে। এ নিয়ে কোনও কথা বলতে চাই না।’

বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়োগ বাণিজ্যের বিষয়টি তদন্ত করে আমাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে শুনেছি। তবে এখনও এ সংক্রান্ত চিঠি পাইনি।’ 

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Uncomm

Share
Published by
Uncomm

Recent Posts

Hurricane Beryl Passes Cayman Islands on Technique to Mexico: Reside Updates

In yet one more dire warning in regards to the coming Atlantic hurricane season, the…

12 mins ago

NTT Knowledge tees-up personal 5G, IoT, digital twin, AI for golf followers at The Open

NTT Knowledge, the worldwide system integrator division of Japanese telecoms conglomerate NTT, has deployed a…

21 mins ago

সরকারি সেবা নিশ্চিতে স‌চিব‌দের জোরালো মনিটরিংয়ের নির্দেশ

তৃণমূলে সরকারি সেবা নিশ্চিত কর‌তে স‌চিব‌দের জোরালোভাবে মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া শুদ্ধাচার,…

35 mins ago

Flight Carrying T20 World Cup-Profitable Staff India Receives ‘Water Salute’ – Watch

The particular flight carrying the T20 World Cup 2024-winning Indian cricket group from…

1 hour ago

Firefly Aerospace launches NASA-sponsored cubesats

TOKYO — Firefly Aerospace positioned eight cubesats into orbit on a mission funded by NASA…

1 hour ago

Putin and Xi headline summit with anti-Western stance – Bd24live

2 Russian President Vladimir Putin and Chinese language counterpart Xi Jinping have been set to…

2 hours ago