Categories: Bangladesh News

দুর্নীতিবাজদের ‘ধরতে ব্যর্থ’ দুদক, বিশেষ কমিশন গঠনের দাবি


দুর্নীতিবাজ ও দেশের টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তাই তিনি দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরেকটি বিশেষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। ৫ দফা দাবিতে মঙ্গলবার সারা দেশে এই কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

সমাবেশে ফজলে হোসেন বাদশা বলেন, ‘দুর্নীতিবাজদের ধরার জন্য দুর্নীতি দমন কমিশনের কার্যকর কোনও ভূমিকা নেই। তারা কোনও দুর্নীতিবাজকে ধরে আইনের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে; এমন নজিরও নেই। কারা দেশের জনগণের সম্পদ লুট করে ব্যক্তিগত সম্পদের পাহাড় তৈরি করছে, কারা দেশের টাকা বিদেশে পাচার করেও পার পেয়ে যাচ্ছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ একটি কমিশন গঠনের কোনও বিকল্প নেই।’

সমাবেশে অর্থমন্ত্রীকে উদ্দেশ করে ফজলে হোসেন বাদশা আরও বলেন, ‘দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কারা এই টাকা পাচার করছে তাদের আপনি চিহ্নিত করতে পেরেছেন কিনা তা জানতে চাই। আপনারা সাবেক পুলিশপ্রধান (আইজিপি) ও সাবেক সেনাপ্রধানকে চিহ্নিত করলেন। চিহ্নিত করার পরে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করলেন তাও জানতে চাই। আমরা শুধু দুদকের খেলা দেখছি। দুদক কোনও দুর্নীতিবাজকে ধরবে, তার জন্য তাদের কাছে পর্যাপ্ত কোনও আইন নেই। তাদের কোমর ভেঙে বসিয়ে রাখা হয়েছে। তাদের কার্যক্রম এক ধরনের লোক দেখানো। তারা যদি দুর্নীতিকে দমনই করেন, তাহলে তারা দেখাক, কোনও দুর্নীতিবাজকে ধরে তারা আইনের মাধ্যমে জেলে পাঠিয়েছে।’

সমাবেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশে থাকার জন্য দেশ স্বাধীন করলাম। রক্ত দিলাম, জীবন দিলাম। আর এই দেশেরই কিছু লুটেরা বাংলাদেশের মানুষের সম্পদ লুট করে বিদেশে ‘সেকেন্ড হোম’ তৈরি করছে।

বাদশা বলেন, ‘বিএনপির আমলে বাংলাদেশ তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এখন বাংলাদেশে কীসে চ্যাম্পিয়ন? এখন বাংলাদেশের লুটেরারা সম্পদ লুট করে বিদেশের মাটিতে ‘বেগম পাড়া’, মালয়েশিয়া ‘বাংলাদেশি পাড়া’, দুবাই, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে ব্যক্তিগত সম্পদ গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। যারা এসব করছে তাদের কোনও তথ্য-উপাত্ত কি অর্থমন্ত্রী রাখেন? তাদের খবর যদি অর্থমন্ত্রী না রাখেন, তাদের লুট করা সম্পদ যদি দেশের মাটিতে ফিরিয়ে আনা না যায়, তাহলে বাংলাদেশের মানুষ কীভাবে টিকে থাকবে তা এখন বড় প্রশ্ন। আমি বিশ্বাস করি, দুর্নীতিবাজ ও অর্থ পাচারের বিষয়ে তথ্য-উপাত্ত সরকারের কাছে আছে। কিন্তু সরকার কেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করে না তা আমার জানা নেই।’

সমাবেশে বাংলাদেশের এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে কথা ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য কলকাতায় খুন হয়েছেন। বাংলাদেশের একজন সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হলেন, কিন্তু সরকার তার মরদেহটি এখনও উদ্ধার করতে পারেনি। খবরের কাগজে দেখলাম, সেই সংসদ সদস্য নাকি সোনা চোরাকারবারির সঙ্গে যুক্ত। সোনা চোরাকারবারি, অর্থ পাচারকারীরা যদি সংসদে যায়, তাহলে দেশের অবস্থা কী দাঁড়াবে সেটা বোঝাই যাচ্ছে ‘

বাদশা বলেন, ‘নিয়ম আছে সংসদের কোনও সদস্য যদি মৃত্যুবরণ করেন তাহলে সংসদে এক মিনিট নীরবতা পালন ও শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। কিন্তু এই সংসদ সদস্যের মৃত্যু খবর নিশ্চিত করার পরেও সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়নি। তাহলে সরকার নিজেই স্বীকার করছে, যারা সংসদে গেছে তাদের মধ্যে দুর্বৃত্তরা রয়ে গেছে। এ ধরনের দুর্বৃত্তরাই সংসদে গিয়ে নানা ধরনের সমস্যা তৈরি করছে।’ সমাবেশ থেকে ফজলে হোসেন বাদশা রাজশাহীতে বন্ধ হয়ে যাওয়া সকল কলকারখানা অনতিবিলম্বে পুনরায় চালু করার দাবি জানান।

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবু সাঈদ সমাবেশে সভাপতিত্ব করেন। মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাম্যবাদী দল রাজশাহী মহানগরের সম্পাদক ওমর ফারুক। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না নাজমুল করিম অপু, মহানগর যুব মৈত্রী সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, মহানগর সদস্য সীতানাথ বণিক, আলমগীর হোসেন, বোয়ালিয়া পশ্চিম সাধারণ সম্পাদক শাহিন শেখ, আব্দুল খালেক বকুল, মাসুম আক্তার অনিক, শাহিনুর বেগম প্রমুখ।


👇Observe extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Uncomm

Share
Published by
Uncomm

Recent Posts

বন্যা মোকাবিলায় কতটা প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়?

বর্ষার শুরুর আগেই ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত হয় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ…

22 mins ago

Gaza Stop-Fireplace Talks Revive After Weeks of Impasse

Israeli negotiators traveled to the Gulf nation of Qatar on Friday for the primary time…

60 mins ago

Vodafone, Virgin Media O2 announce new community sharing deal

Vodafone and Virgin Media O2 stated the brand new settlement contains plans for the latter…

1 hour ago

ROHM Develops A Novel VCSELED Infrared Mild Supply That Combines Options Of VCSELs & LEDs

- Commercial -ROHM has established VCSELED, a brand new infrared mild supply know-how that encapsulates…

2 hours ago

Rachel Reeves, 45, Turns into First Girl UK Finance Minister

Rachel Reeves, Britain's first girl finance minister, is a former youngster chess champion and Financial…

2 hours ago

AI on the Edge: Agriculture, Mining, and Power

Synthetic Intelligence (AI) is the science and engineering of creating clever machines, similar to computer…

2 hours ago