Categories: Bangladesh News

ডিএনসিসিতে চালু হচ্ছে ‘স্মার্ট স্কুল বাস’ সার্ভিস


ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় যেসব স্কুল রয়েছে তাদের নিজস্ব পরিবহন সেবা চালুর তাগিদ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এরই ধারাবাহিকতায় প্রথমবার বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা এ সেবার আওতায় আসছে।

বুধবার (৩ জুলাই) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীদের জন্য বাস সেবার উদ্বোধনকালে মেয়র এই কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মেয়র আতিক বলেন, ‘যানজট নিরসনে বিভিন্ন স্কুলে বাস সেবা চালুর উদ্যোগ নিয়েছে উত্তর সিটি করপোরেশন। সেজন্য বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। স্কুলগুলো বলছে, কোনো একটা স্কুলে বাস চালুর পর কী হয় তা দেখতে চায় তারা। আমরা এটা শুরু করতে পারছিলাম না। দফায় দফায় বৈঠক করতে হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে, ডিএমপির সঙ্গে কথা হয়েছে। আমরা প্রত্যেকটি স্কুলের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে চালু হওয়ার পর তারা দেখতে চায়। আমরা তো চালু করে দিয়েছি।’

শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব পরিবহন সার্ভিস চালুর তাগিদ দিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘যারা ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় স্কুল গড়ে তুলেছেন, আপনাদের কিন্তু সময় এসেছে স্কুলবাসে আসার। নইলে কিন্তু আমরা আপনাদের স্কুল বন্ধ করে দিতে বাধ্য থাকব। এইভাবে শিক্ষামন্ত্রীও আমাদের বলে গেছেন। সহযোগিতা করেন, নইলে আমাদের কঠোর হতে হবে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘আপনারা একেকটি বাচ্চার কাছ থেকে মাসে ১৫-২০ হাজার টাকা ফি নিচ্ছেন। কিন্তু কোনো স্কুল বাস চালু করছেন না। আপনারা আবাসিক এলাকায় স্কুল করেছেন, গাড়ির আধিক্যে ওই এলাকাবাসীর ভোগান্তি হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সব স্কুলে বাস চালু করতে হবে।’

মেয়র বলেন, ‘সন্তানরাই বাবা-মায়ের সব থেকে মূল্যবান সম্পদ। তাদের নিরাপত্তার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। স্মার্ট স্কুল বাসগুলোয় সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অ্যাপসের মাধ্যমে ট্র্যাকিং ব্যবস্থাও থাকবে। একটি হটলাইন নম্বরের মাধ্যমে অভিভাবকেরা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।’

মেয়র আতিক বলেন, ‘সব শিক্ষার্থীর বাসার ঠিকানা অনুযায়ী বাসের রুট নির্ধারণ করা হবে। রাইড শেয়ারিংয়ের মাধ্যমে একটি বাসে নির্দিষ্ট রুটের স্কুলগুলোর শিক্ষার্থীরা যাতায়াত করবে। এর ফলে খরচ অনেক কমে আসবে।’

এই সার্ভিসের সুবিধার কথা জানিয়ে মেয়র বলেন, ‘ছাত্রছাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করতে অভিভাবকদের জন্য রয়েছে বিশেষ অ্যাপ। সার্ভিসটি মনিটরিংয়ের জন্য রয়েছে অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ এবং ডিএনসিসির আলাদা ড্যাশবোর্ড। এছাড়া ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিটি বাসে থাকবে নিবেদিত ট্রিপ ম্যানেজার, বাসের ভেতর সিসিটিভি ক্যামেরা, আইএসই সার্ভিস এবং পাওয়া যাবে ২৪/৭ হটলাইন সাপোর্ট। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই স্মার্ট বাসে চলাচলে ৪৫০ জন শিক্ষার্থী ইতোমধ্যে পাওয়া গেছে।’

ডিএনসিসি জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই নিরাপদ ও আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ এবং অ্যাপসভিত্তিক স্মার্ট স্কুল বাস চালুর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের ভাড়া প্রতি কিলোমিটার হিসেবে মাসিক ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উদ্যোগটি সফল হলে পরবর্তী সময়ে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সম্প্রসারিত করা হবে।

২০২২ সালের ৭ সেপ্টেম্বর মেয়র আতিকুল ইসলাম ঘোষণা দেন-স্কুলে যাতায়াতের জন্য ঢাকা উত্তর সিটির ব্যবস্থাপনায় স্কুল বাস চালু করা হবে। এরপরেই তিনি শিক্ষার্থীদের অভিভাবক, বিআরটিসি, মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-সহ সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। অবশেষে মেয়রের একান্ত প্রচেষ্টায় পাইলট প্রকল্প হিসেবে ডিএনসিসি এলাকায় চালু হচ্ছে ‘স্মার্ট স্কুল বাস’ সার্ভিস।

বনানী বিদ্যানিকেতনে শিক্ষার্থী প্রায় ৪ হাজার ৮০০। শুরুতে ৪৬০ জন অভিভাবক সন্তানকে স্কুলবাসে নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। অভিভাবকরা আগামী জানুয়ারি মাস পর্যন্ত দেখবেন সব ঠিক আছে কি না, তারপর তারা এ ব্যবস্থায় আসবেন। সব শিক্ষার্থী পরিবহনে ২০টি দ্বিতল বাস নামানো হবে।


বাংলাদেশ জার্নাল/এসবিটি




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com
👉 ultractivation.com
👉 bdphoneonline.com

Uncomm

Share
Published by
Uncomm

Recent Posts

New Prime Minister Keir Starmer met the king, gave a speech, started working

LONDON — Britain’s politics have been unstable and chaotic, however this nation certain is aware…

40 mins ago

Tulip Siddiq re-elected as British MP for fourth consecutive time period

In a big victory for the Labour Get together and the Bangladeshi group within the…

1 hour ago

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধানিজস্ব প্রতিবেদক :: own-reporter 2024-07-05 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর…

2 hours ago

A Comfortable Resolution to a Laborious Drawback

Digital units are historically inflexible, with conductive traces which might be laid out on a…

3 hours ago

The House Relayers: NASA’s newest guess on the personal sector is beginning to take form

NASA is simply months away from closing off its knowledge relay satellite tv for pc…

3 hours ago

সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ডিমের বাজার, অসহায় উৎপাদক ও ভোক্তা

‘গরুর মাংস ৮০০ টাকা কেজি, কিনে খেতে পারছি না। গরিবের মাছ পাঙ্গাস ও তেলাপিয়ার কেজি…

3 hours ago