বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: লাস্ট নাইট। রচনা ও পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: আমরা হতাশ। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, জুঁই করিম, আলিফ চৌধুরী, নিলা ইসলাম, মাহবুবুর রহমান, কাকা মাসুদ, আদৃতা প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, টুটুল চৌধুরী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: জাদুর শহর। রচনা: নাহিদ হাসনাত। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সাফা কবির, হিন্দোল রায়, বাঁধন খান প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: উভয় সংকট। রচনা: আফিফা মহসিনা অরণি। পরিচালনা: মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, রিফাত চৌধুরী, শিরিন আলম প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: সম্ভবত প্রেম। গল্প: ইয়াশ রোহান। চিত্রনাট্য ও পরিচালনা: পথিক সাধন। অভিনয়ে: ইয়াশ রোহান, তটিনি, শিল্পী সরকার অপু, আল মামুন, মিলি বাশার প্রমুখ।
মাছরাঙা
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: বাজিকর। অভিনয়ে: আরশ খান, মিম মান্তাসা প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ঢংঙি। অভিনয়ে: চমক, সেমন্তী সৌমি, সামিরা মাহি। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: হোমমেট। রচনা: মোসাব্বের হোসেন মুয়ীদ। পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে: তৌসিফ, তাসনিয়া ফারিণ প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ইতি তোমার আমি। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: এজাজ মুন্না। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, শাহনাজ খুশি, দিব্যজ্যোতি, লাবন্য প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: অভিশাপ। অভিনয়ে: তৌসিফ, ইয়াশ, আইশা খান প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: প্রেমিক প্রেমিকা। রচনা ও পরিচালনা: প্রীতি দত্ত। অভিনয়ে: ইয়াশ রোহান, তাসুনভা তিশা প্রমুখ।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: সেরা রূপসী। রচনা: মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা: অনন্য ইমন। অভিনয়ে: শ্বাশ্বত, রিয়ামনি, শম্পা রেজা প্রমুখ।
এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: যে জীবন তোমার আমার। পরিচালনা: শাহ মুহাম্মাদ রাকিব। অভিনয়ে: মুশফিক ফারহান, সামিরা খান মাহি, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: আলাল ও দুলাল। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম সরকার, চাষী আলম, শখ, সামান্তা পারভেজ, জাভেদ গাজী প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: মধ্যবিত্তের সংসার। পরিচালনা: মাহমুদুর রহমান রানা। অভিনয়ে: মুশফিক ফারহান, তানজিন তিশা প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার একক নাটক: আমি নার্ভাস। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তাসনিয়া প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ফরেন লাভার। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তাসনিয়া প্রমুখ।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: অন্ধকার শহর। পরিচালনা: গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে: মোশাররফ করিম, নিশাত প্রিয়ম, মাহমুদুল ইসলাম মিঠু, করভী মিজান, মনিরা মিঠু, শরাফ আহমেদ জীবন প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ। পরিচালনা: রহমান মোস্তাফিজ পাভেল। অভিনয়ে: তৌসিফ, ইন্তেখাব দিনার, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: তুমি আছো সবখানে। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বালকদলের কাণ্ড। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: জোভান, নাবিলা ইসলাম, নাজিয়া হক অর্ষা প্রমুখ। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: মালেকের স্বপ্ন। পরিচালনা: মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: নিখোঁজ। পরিচালনা: শাদাত রাসেল। অভিনয়ে: মুশফিক ফারহান, সামিরা খান মাহি, মামুনুর রশীদ প্রমুখ।
ATMXT3072M1 and ATMXT2496M1 single-chip touchscreen controllers carry dependable and safe contact detection to automotive shows…
Within the evolving 5G panorama, channel-state data (CSI) is crucial for optimizing community efficiency and…
Starting from 22V to 200V and supporting completely different radiation ranges, TI’s new household of…
As Germans put together to vote on Sunday, their nation’s sluggish financial development will likely…
In at this time’s quickly evolving healthcare panorama, digital transformation is not a luxurious however…
Posted by Matthew McCullough – VP of Product Administration, Android Developer Right now we're releasing…