ঈদ দিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে রাজধানীর গুলশানে একজন, নেত্রকোনার কলমাকান্দায় তিনজন, পঞ্চগড়ে দুইজন, খাগড়াছড়ির গুইমারায় দুইজন এবং নরসিংদীতে দুইজন। বাংলাদেশ জার্নালের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে ১৬ জনের মৃত্যুর বিষয়টি উঠে এসেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) পৃথক পৃথক সময়ে এ দুর্ঘটনাগুলো ঘটে। এদের মধ্যে বেশিরভাগই মারা যান মোটরসাইকেল দুর্ঘটনায়।
ঢাকা: রাজধানীর গুলশানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মমতা শিকদার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শেখ জাহিদ কামাল (৩০) নামে চালক গুরুতর আহত হয়েছে। তারা দুইজন ইউনাইটেড হাসপাতালের অফিসার পদে কর্মরত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় ওই নারীকে এক সিএনজিচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা সিএনজিচালক সবুজ মিয়া বলেন, আমার স্ত্রী ফারজানাকে নিয়ে সিএনজিযোগে বিমানবন্দর এলাকায় ঘুরতে যাচ্ছিলাম। পথে গুলশান দুই নম্বর সড়কে দেখতে পাই একটি প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। পরে ওই নারীকে আহত অবস্থায় সিএনজিতে উঠিয়ে হাসপাতালে পাঠাই। স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিলে ওই নারীর মারা যায়।
গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে প্রাইভেট কারের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী ঢাকা মেডিকেলে মারা গেছেন। মোটরসাইকেলচালক গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।
তিনি আরও জানান, মৃত ওই নারীর নাম মমতা শিকদার (২৭) তার বাসা গুলশান কালাচাঁদপুর এলাকায়। আহত জাহিদ কামালের বাসা পশ্চিম আগারগাঁও এলাকায়। তারা দুজনই ইউনাইটেড হাসপাতালের চাকরি করেন। ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে ওই নারীকে কালাচাঁদপুরের বাসায় নামাতে যাচ্ছিলেন জাহিদ।
নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঈদে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার সীমান্ত এলাকার সড়কের লেংগুড়া ইউনিয়নের চিংন্নী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন, উপজেলা নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২) ও হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পঞ্চগড়: ঈদ আনন্দে ঘুরতে বের হয়ে পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। দুপুরে উপজেলার পৌরসভার নতুনবন্দর এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিগঞ্জ ইউনিয়নের লোহাগারা শুপারিতোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে সাব্বির হোসেন (১৬) , একই এলাকার বাসেত আলীর ছেলে কাউছার আলী (১৫), দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনুর ছেলে সাব্বির (১৭), একই এলাকার হযরত আলীর ছেলে বরকত (১৬)।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মেহেদী হাসান পায়েল (২০) ও আলী হোসেন (১৭)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) গুইমারার বটতলী ও বড়পিলাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন।
জানা যায়, সকালে গুইমারার বটতলী এলাকায় একটি মোটরসাইকেলকে শান্তি পরিবহনের বাস ধাক্কা দিলে আলী হোসেন নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় সড়কে তার মৃত্যু হয়। তিনি গুইমারা মুসলিম পাড়ার মো. হারুনের ছেলে।
অপর ঘটনায় উপজেলার বড়পিলাক এলাকায় মেহেদী হাসান পায়েল মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় অপরদিক থেকে আসা আরেকটা মোটরসাইকেলের আঘাতে গুরুতর আহত হন। তাকেও চট্টগ্রাম নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি বড়পিলাক এলাকায় মৃত জামাল হোসেনের ছেলে।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়াও খাগড়াছড়িতে আরও একটি সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। তার নাম দিগন্ত চাকমা (১৮)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের মহালছড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দিগন্ত মহালছড়ির মুবাছড়ি এলাকার বাসিন্দা। সে খাগড়াছড়ি সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, পেছন থেকে আসা একটি মোটরসাইকেল পথচারী দিগন্ত চাকমাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দিগন্তের মৃত্যু হয়।
নরসিংদী: নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার গাউছিয়া শাওগাট এলাকা শাহিন (২৩) ও সানি (২২)।
নিহতের স্বজনরা জানান, নারায়ণগঞ্জ জেলার গাউছিয়া শাওগাট এলাকা থেকে ৩ বন্ধু শাহিন, সানি ও সায়েম ঈদ আনন্দ উপভোগ করতে ভৈরব বেড়াতে যায়। বেড়ানো শেষে তারা গাউছিয়া বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় একটি বাসকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। ওই সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সানি ও শাহিন মারা যায়। গুরুতর আহত হয় সায়েম নামে আরেক মোটরসাইকেল আরোহী। তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো চিকিৎসক সায়েমকে ঢাকায় পাঠান।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। তাদের মরদেহ জেলা হাসপাতালে রয়েছে।
চুয়াডাঙ্গা: ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শামীম হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা-হিজলগাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় শামীম। এসময় দর্শনা-হিজলগাড়ী সড়কের ডিহি কেষ্টপুর ফার্মের সামনে মোটরসাইকেল প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারায় সে। এতে রাস্তার পাশের খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যায় শামীম।
নড়াইল: ফরিদপুর থেকে তিন বন্ধু মিলে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার ডৌয়তলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী একজনের নাম আলছাফ মাতুব্বর (২২)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে। নিহত অন্যজন পথচারী। তার পরিচয় এখন পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে ফরিদপুর থেকে নড়াইলে আসার পথে সদরের ডৌয়াতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সুপারি গাছে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে আলছাফ মাতুব্বর ঘটনাস্থলেই মারা যায়।
গুরতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা অন্য দুইজন এবং এক পথচারীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আহত অজ্ঞাত পথচারীও মারা যান।
এদিকে গতকাল বুধবার বিকেলে রাজধানীর সরদঘাটে লঞ্চের ছিঁড়ে যাওয়া দড়ির আঘাতে একই পরিবারের তিনজনসহ ৫জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার মো. বেলাল (৩০), তার স্ত্রী মুক্তা (২৪) এবং তাদের চার বছর বয়সী মেয়ে মাইশা।
দুর্ঘটনার খবর পেয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ছুটে আসেন নিহত বেলালের স্ত্রীর ভগ্নিপতি জহিরুল ইসলাম। তিনি জানান, গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন বেলাল। স্ত্রী ও মেয়েসহ সেখানেই থাকতেন। ঈদের দিনে লঞ্চে করে পিরোজপুরে যেতে সদরঘাটে এসেছিলেন তারা।
তিনি জানান, বেলালের মা-বাবা অনেক আগেই মারা গেছেন। ঈদের দিনে স্ত্রী–সন্তান নিয়ে গ্রামে ফিরতে গিয়ে সেও প্রাণ হারালো। এতে বেলালের পরিবারে আর কেউ রইলো না।
১১ এপ্রিল বিকেল সোয়া ৩টার দিকে সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে অপর একটি লঞ্চ ভেড়ানোর সময় পন্টুনে বেঁধে রাখা লঞ্চে ধাক্কা লেগে পাঁচজন নিহত হন। বেলালের পরিবার ছাড়াও দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন- ঠাকুরগাঁওয়ের রবিউল (১৯) ও পটুয়াখালীর রিপন হাওলাদার (৩৮)।
বাংলাদেশ জার্নাল/ওএফ
- Commercial - Researchers from Peking College have developed an on-chip microcomb that bridges the…
Trendy synthetic intelligence (AI)-based instruments actually are proving themselves to be helpful, however boy do…
Strava could also be the preferred health app on the earth, with 135 million customers…
Cellular Community Operators (MNOs) account for 85 p.c of complete world funding in cellular web…
The United Nations’ position in world crises has lengthy been a topic of debate, however…
A 60GHz radar design enhances in-cabin sensing with baby presence detection, occupancy sensing, and extra.…