Categories: Bangladesh News

আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে উন্নয়নকাজেও ব্যত্যয় ঘটবে: পার্বত্য প্রতিমন্ত্রী


পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম সরকারের আইন-শৃঙ্খলা অনুসরণ করেই পরিচালিত হয়ে আসছে। ব্রিটিশ আমল থেকেই পার্বত্য অঞ্চল বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছে। এ অঞ্চলের সব সংস্থা আইন-শৃঙ্খলার মাধ্যমেই পরিচালিত হয়। 

তিনি বলেন, আইন-শৃঙ্খলায় ব্যত্যয় হলে সরকারের উন্নয়নকাজেও ব্যত্যয় ঘটবে। আমরা আইন-শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে বসবাস করতে পারলেই আমাদের স্বার্থকতা। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভায় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠক শেষে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, পার্বত্য অঞ্চলের অদৃশ্য শক্তি বলে কোনো কথা নেই। কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের বিষয়টি একনেক সভায় উপস্থাপন করা আছে, পাস হলেই আগামী অর্থবছরে কাজ শুরু হবে। পার্বত্য অঞ্চলে শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার কাজ করছে। পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষা কারো একার পক্ষে সম্ভব নয়। সম্মিলিতভাবে সকলেরই এতে অংশগ্রহণ থাকতে হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণ ও জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়, সকল গোষ্ঠী সহাবস্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের মূল স্রোতধারার সাথে আমাদের এক হয়ে এগুতে হবে। পার্বত্য অঞ্চল শুধু নয়, পুরো বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। এখানে জাতি-গোষ্ঠী-সম্প্রদায় আলাদা কিছুই থাকবে না। বাংলাদেশের উন্নয়নে সকল সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে। 

পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে, উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরো তরান্বিত করা হবে। 

বৈঠক শেষে পার্বত্য রাঙামাটি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—বন ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি মো. মঈন উদ্দিন, যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-৪৮ এমপি জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুবিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা (সিনিয়র সচিব), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত (অতিরিক্ত সচিব), পার্বত্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম (অতিরিক্ত সচিব), পার্বত্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির সচিব অমলেন্দু সিংহ (যুগ্ম সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ (যুগ্ম সচিব), তিন পার্বত্য জেলা পরিষদের সিইও, আঞ্চলিক পরিষেদের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে দায়িত্বরত উপ-সচিব এবং বাংলাদেশ জাতীয় সংসদের কর্মকর্তারা।




👇Comply with extra 👇
👉 bdphone.com
👉 ultraactivation.com
👉 trainingreferral.com
👉 shaplafood.com
👉 bangladeshi.assist
👉 www.forexdhaka.com
👉 uncommunication.com
👉 ultra-sim.com
👉 forexdhaka.com
👉 ultrafxfund.com

Uncomm

Share
Published by
Uncomm

Recent Posts

হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ

জেলা, উপজেলা-থানা, পৌর ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সম্মেলন এবং কমিটি গঠন দ্রুত…

26 mins ago

Pixel 8a falls behind Pixel 8 and Galaxy S24 in PhoneArena Digital camera Rating, however beats mid-range arch-rival

The Google Pixel 8a is the newest and arguably one of many greatest finances telephones…

56 mins ago

Sky-Excessive Effectivity – Hackster.io

It's practically unimaginable to scan the information as of late with out studying about a…

2 hours ago

Solo Leveling Come up is without doubt one of the most high-quality gacha video games up to now

Andrew Grush / Android AuthorityThroughout my years at Android Authority, I’ve had hands-on expertise with…

2 hours ago

Neo-Muslim Andrew Tate sells webcam contents to grownup websites

Poisonous masculine Islamist influencer Andrew Tate, who needs Britain to be “absolutely Islamic” quickly is…

2 hours ago

Apple @ Work: As Ubiquiti provides telephone assist, they put different networking distributors on discover

Apple @ Work is solely dropped at you by Mosyle, the one Apple Unified Platform.…

3 hours ago