Thursday, September 12, 2024

সোশ্যাল হ্যান্ডেলে চলছে পরী-বুবলীর ‘কপি-কাণ্ড’!


না। এটা অন্তত কেউ ভাবেনি আগে। যে নায়িকাদ্বয় একসঙ্গে একই সিনেমায় অভিনয় করবেন বলে পাকা ঘোষণা দিয়েছিলেন, তারাই কিনা এখন জড়ালেন বাগবিতণ্ডায়। তাও আবার সুন্দরতম অনুভূতি মাতৃত্বকে কেন্দ্র করে!

ঘটনার প্রথম চরিত্র শবনম বুবলী। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) তার পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন। এ উপলক্ষে দিনটির প্রথম প্রহরে ছেলের উদ্দেশে একটি খোলা চিঠি ভিডিও আকারে পোস্ট করেছেন নায়িকা। যেখানে তিনি আবেগপূর্ণ স্বরে বীরকে অনেক কথা বলেছেন।

তার শুরুটা এরকম, ‘২১ মার্চ, এই তারিখটি সারা জীবনের জন্য তুমি আমার কাছে শ্রেষ্ঠ করে দিলে বাবা। আমার বাপজান, আমার লক্ষ্মী বাপজান। এই দিনটিতে তুমি পৃথিবীতে এসেছিলে। এই সেই সেরা সময়, যখন তোমাকে আমি জন্ম দিয়েছিলাম। ঠিক তুমিও তখন আমাকে জন্ম দিয়েছো বাবা; মা হিসেবে আমার নতুন জন্ম।’

পুত্রকে নিয়ে পরী প্রায় সাড়ে পাঁচ মিনিটের এই ভিডিও-চিঠিতে আরও অনেক বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ‘বসগিরি’ নায়িকা। এনেছেন করোনা মহামারির ভয়াল অবস্থার প্রসঙ্গও। কেননা, ওই সময়েই জন্ম হয়েছে বীরের।

পুত্রের উদ্দেশে বুবলীর বার্তা, ‘সময় যাবে, তুমিও বড় হবে। মা-ও সারা জীবন এ পৃথিবীতে থাকবো না। কিন্তু তুমি আমার জানবাচ্চা, সবসময় মায়ের দোয়ায় থাকবে। আমার সাহসী ছেলে। অনেক বড় হও জীবনে। ভালো মানুষ হও। তুমি শুধু আমার ছেলেই না বাবা, তুমি অনেক ভালো একটা বন্ধু।’

বুবলীর ভিডিও পোস্ট করার ঘণ্টা দেড়েক পর সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরীমণি। এ ঘটনার দ্বিতীয় চরিত্র। তিনি লিখলেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

স্ট্যাটাসে কারও নাম যদিও উল্লেখ করেননি পরী। তবে যার উদ্দেশে বলেছেন, তিনি ঠিকই টের পেয়েছেন। তাই বিপরীত জবাব দিয়েছেন লম্বা বার্তায়। বুবলীর সেই বার্তা এরকম, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে। যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে, যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়। কাছাকাছি মেলে, একদম মেলে; এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা-সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে, যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনও অসুবিধা নাই। শুধু এই সিন্ডিকেট চামচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই দুই-একজন শুধু মা হয়েছে, আর কেউ মা হয়নি। তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি। তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সব কিছু স্বাভাবিক। কিন্তু আর কারও এরকম হয় না। তারাই খাবার খাওয়ার পর প্রেসার আসলে ফ্রেশরুমে দৌড় দেবে কিন্তু আর কেউ যেতে পারবে না। তারাই লাল, নীল, হলুদ রঙ পরবে আর কেউ পরতে পারবে না। তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না। যদি আপনি পারেন তাহলে, আপনার আবেগ নাই, বিবেকও নাই, শুধু কপি আছে।’

পুত্রকে নিয়ে বুবলী ‘কপি’ শব্দ ধরেই নেটিজেনরা বুঝে নিয়েছেন, পাল্টাপাল্টি স্ট্যাটাস মূলত বুবলী ও পরী পরস্পরের উদ্দেশে দিচ্ছেন। কিন্তু এখানেও থামেনি তাদের সোশ্যাল-যুদ্ধ। বুবলীর লম্বা বার্তার পর আরও তাচ্ছিল্যের সুর আসে পরীর পক্ষ থেকে। সহশিল্পীকে রীতিমতো ‘শিক্ষিত বকরি’ বলে কটাক্ষ করলেন তিনি!

পরীর ভাষ্য, ‘হিহিহি! একটি শিক্ষিত বকরির গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবোল-তাবোল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা-বাউলা কী কী সব লিখলো ভাই! পরে কখনও নিজে পড়ে নিজেই বুঝবে না যে, কী লিখেছিল। আমি শিউর।’

প্রশ্ন হতে পারে, এই যে ‘কপি কপি’ তর্ক চলছে, এর পেছনের মূল কনটেন্ট কোনটি? সেটার জন্য একটু পেছনে যেতে হবে। গত বছরের ১০ আগস্ট ছিল পরীপুত্র শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন। এ উপলক্ষে তিনি একটি খোলাচিঠি ভিডিও আকারে প্রকাশ করেন। ৪ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের সেই চিঠির সঙ্গে বুবলীর চিঠির ভাষা-স্বরগত কিছু সামঞ্জস্য রয়েছে বটে। আর সে কারণেই মূলত ‘কপি’ তথা নকলের অভিযোগ তুলেছেন ‘স্বপ্নজাল’ নায়িকা।

যদিও কেউ কারও নাম উল্লেখ করেননি। তবে ঘটনার সারমর্ম বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। ফলে অনেকে মনে করছেন, সন্তান ও মাতৃত্বের মতো সুন্দর বিষয় নিয়ে এমন কাদা ছোড়াছুড়ি করা তারকাদের ক্ষেত্রে মোটেও শোভা পাচ্ছে না।

প্রসঙ্গত, গেলো বছরের আগস্টে খবর আসে, ‘খেলা হবে’ নামের একটি সিনেমায় একসঙ্গে কাজ করবেন পরীমণি ও বুবলী। যেটা নির্মাণ করবেন তানিম রহমান অংশু। প্রযোজনায় টিএম ফিল্মস। শুটিংয়ের জন্য ভারতে যাওয়ার অনুমোদনও নেওয়া হয়েছিল মন্ত্রণালয় থেকে। তবে অজ্ঞাত কারণে ছবিটির কাজ আর শুরু হয়নি। উল্টো বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে নতুন খেলা শুরু হয়েছে সোশ্যাল হ্যান্ডেলে।

বুবলীর ভিডিও চিঠি দেখতে ক্লিক করুন এখানে



Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles