ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০
ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে ইফতারির সময়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। এ সময় একটি বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
বাংলাদেশ
ফরিদপুর প্রতিনিধি 2024-03-22
ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে ইফতারির সময়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। এ সময় একটি বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নে মনসুরাবাদ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে উপজেলার মনসুরাবাদ গ্রামের স্কুলছাত্র সাজ্জাদ হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে পার্শ্ববর্তী খাপুরা গ্রামের বাইজিদের কথা-কাটাকাটি হয়। তখন বিষয়টি এলাকার মাতুব্বররা মীমাংসা করে দেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে সাজ্জাদ হোসেন খাপুরা গ্রাম এলাকায় গেলে বাইজিদের লোকজন তার উপর হামলা করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গারডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক আধা ঘণ্টারর জন্য বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে মুনসুরাবাদ বাজারের দোকানপাট ভাঙচুর ও মালামাল লুটে নেয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, উপজেলার মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গারডাক গ্রামবাসী আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইফতারির আগ মুহূর্তে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ জার্নাল/ওএফ