প্রথম টেস্ট, প্রথম দিন- সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৪২ ওভারে প্রথম ইনিংসে ১৯০/৫ (কামিন্দু ৭০*, ধনাঞ্জয়া ৬২*; মাদুশকা ২, মেন্ডিস ১৬, করুনারত্নে ১৭, ম্যাথুজ ৫, চান্ডিমাল ৯)
৫৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক ধনাঞ্জয়া ও কামিন্দু মিলে আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েছেন। লাঞ্চ থেকে ফিরে যেন আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোযোগী হন দুজন। তাতে গতিশীল হয় রানের চাকাও। অবিচ্ছিন্ন জুটিতে দুজনে আবার ফিফটিও তুলে নিয়েছেন। এটি ধনাঞ্জয়ার ১৪তম ফিফটি আর কামিন্দুর দ্বিতীয়।
খালেদের তোপে প্রথম সেশন বাংলাদেশের
সিলেটে প্রথম টেস্টে যে লক্ষ্যে শুরুতে বোলিং নেওয়া তাতে সফল হয়েছে বাংলাদেশ। লাঞ্চের আগেই লঙ্কানদের ৫ উইকেট তুলে প্রথম ইনিংসে কর্তৃত্ব করেছে স্বাগতিক দল। যার পেছনে বড় অবদান পেসার খালেদ আহমেদের। তিনি একাই টপ অর্ডারের ৩ উইকেট নিয়েছেন। বিদায় দিয়েছেন নিশান মাদুশকা (২), কুশল মেন্ডিস (১৬) ও দিমুথ করুনরাত্নেকে (১৭)। শান্তর দারুণ থ্রোতে অ্যাঞ্জেলো ম্যাথুজ আউট হলে পঞ্চাশের আগেই ৪ উইকেট তুলে লঙ্কানদের কঠিন চাপে ফেলতে পারে বাংলাদেশ। তার পর ৫৭ রানে শরিফুলের আঘাতে চান্ডিমাল বিদায় নিলে প্রথম সেশনেই সফরকারীরা কোণঠাসা হয়ে পড়ে। শরিফুল ষষ্ঠ উইকেট নেওয়ারও সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু কামিন্দু মেন্ডিসের ক্যাচ নিতে পারেননি মাহমুদুল হাসান জয়। যার সুযোগে কামিন্দু ও অধিনায়ক ধনাঞ্জয়া মিলে লাঞ্চের আগ পর্যন্ত প্রতিরোধ গড়ে খেলতে পেরেছেন। তাদের জুটিতে যোগ হয়েছে ৩৫ রান। প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৯২ রান।
লাঞ্চের আগেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা শ্রীলঙ্কা
পঞ্চাশের আগেই শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে তাদের কঠিন চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ। যার ৩ উইকেট পেসার খালেদ আহমেদের নেওয়া। এবার চান্ডিমালকে ফিরিয়ে লঙ্কানদের লাঞ্চের আগেই কোণঠাসা করে ছাড়লেন শরিফুল।
১৬.২ ওভারে শরিফুলের ব্যাক অব লেংথের ডেলিভারিটি গ্ল্যান্স করেছিলেন চান্ডিমাল। কিন্তু আগেই জায়গা মতো দাঁড়িয়ে ছিলেন মিরাজ। তার দুর্দান্ত ক্যাচে চান্ডিমাল ৯ রানে সাজঘরে ফিরেছেন। যদিও ক্লিন ক্যাচ হওয়া নিয়ে রিভিউ চলেছে দীর্ঘক্ষণ। তার পরই আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার।
রান আউটে পড়লো চতুর্থ উইকেট, বিপদে শ্রীলঙ্কা
খালেদের তোপে ৩ উইকেট হারিয়ে এমনিতেই চাপে ছিল শ্রীলঙ্কা। তার ওপর ১৩.৪ ওভারে রানআউটে ম্যাথুজকে (৫) বিদায় দিয়ে তাদের আরও বিপদে ফেলেছে বাংলাদেশ। দারুণ থ্রোতে লঙ্কান ব্যাটারকে বিদায় দিয়েছেন অধিনায়ক শান্ত।
খালেদ একাই নিলেন ৩ উইকেট
দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারানোর পর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে। ৩৭ রান যোগ করেন তারা। যদিও তাদের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ১১.২ ওভারে মেন্ডিসকে দ্বিতীয় শিকার বানিয়েছেন খালেদ। তার শর্ট ও উয়াইড ডেলিভারিতে যথেষ্ট বাউন্স পেয়েছিল। তাৎক্ষণিকভাবে তাতে বিভ্রান্ত হন মেন্ডিস। খেলবেন নাকি ছেড়ে দিবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। কাট করতে গিয়ে ব্যাট পরে সরিয়ে নিতে গেলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। বল ব্যাটে স্পর্শ করে চলে যায় গালিতে থাকা জাকির হাসানের হাতে। কুশল ২৬ বলে ১৬ রানে ফিরেছেন। একই ওভারের শেষ বলে দিমুথ করুনারত্নেকেও বোল্ড করে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন খালেদ। তার ভেতরে ঢুকে পড়া বলে যথেষ্ট গ্যাপ রেখে খেলার চেষ্টা করেছিলেন লঙ্কান ওপেনার। ফলাফল বল ফাঁক গলে আঘাত করে তার অফ স্টাম্পে। তাতে ১৭ রানে থেমেছেন করুনারত্নে।
দ্বিতীয় ওভারে লঙ্কান ওপেনারকে ফেরালেন খালেদ
মেঘলা কন্ডিশনের কারণে টস জিতেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইবেন। সেই লক্ষ্যে সফলও হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ওপেনার মাদুশকাকে সাজঘরে পাঠিয়েছেন পেসার খালেদ আহমেদ। তার ফুলার লেংথের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়েছেন লঙ্কান ওপেনার। ফেরার আগে মাত্র ২ রান করেছেন তিনি।
৯ বছরে এবারই প্রথম
সাম্প্রতিক সময়ে ক্রিকেটের কুলীন ফরম্যাট টেস্টে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখতে সিলেটে সিরিজের প্রথম টেস্টে আজ খেলতে নামছে। শুরুতে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক দল।
৯ বছরে এবারই প্রথম বাংলাদেশ ঘরের মাঠে কোনও টেস্টে টস জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছে। সর্বশেষ বার পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং নিলেও সেই টেস্ট ৩২৮ রানে হেরেছিল তারা।
গত কয়েক বছর ধরেই এটা অনুমতি হয়ে দাঁড়িয়েছে যে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সেটি মাঠে হোক আর মাঠের বাইরে। গত বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করার পর থেকে দুই দলের লড়াই উত্তেজনা ছড়াচ্ছে ব্যাপক। সর্বশেষ দুই সিরিজেই বিষয়টি ঘুরে ফিরে এসেছে। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইমড আউট উদযাপনে মেতেছিল শ্রীলঙ্কান দল। চট্টগ্রামে ওয়ানডে সিরিজে সেই বদলা নিয়েছে মুশফিকরাও। এবার উদযাপনে সমতা নিয়ে টেস্ট সিরিজে তারা মাঠে নামতে যাচ্ছে।
নাহিদ রানার অভিষেক
প্রথম টেস্টে পেসার নাহিদ রানার অভিষেক হওয়াটা অনুমিত ছিল। হয়েছেও তাই। বিপিএলে গতির ঝড় তুলে এবার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। অভিষিক্ত এই পেসারের সঙ্গে আছেন শরিফুল ইসলাম। যাকে নিয়ে শঙ্কা ছিল। আছেন আরেক পেসার খালেদ আহমেদ। বাংলাদেশ আজ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হোসেন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়য়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।