ঝড়ে লন্ডভন্ড ওমর সানীর রেস্টুরেন্ট
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও। অনেকদিন ধরে জড়িত আছেন রেস্তোরাঁ ব্যবসায়। তার রেস্তোরাঁ নাম ‘চাপওয়ালা’। শনিবার রাতে ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় তার ‘চাপওয়ালা’।
জানা যায়, বর্তমানে ‘চাপওয়ালা’র বেশ কয়েকটি শাখা খুলেছেন ওমর সানী। গতকাল রাতে সাভারের চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়।
বিনোদন
বিনোদন ডেস্ক 2024-03-24
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও। অনেকদিন ধরে জড়িত আছেন রেস্তোরাঁ ব্যবসায়। তার রেস্তোরাঁ নাম ‘চাপওয়ালা’। শনিবার রাতে ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় তার ‘চাপওয়ালা’।
জানা যায়, বর্তমানে ‘চাপওয়ালা’র বেশ কয়েকটি শাখা খুলেছেন ওমর সানী। গতকাল রাতে সাভারের চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়।
ওমর সানী বলেন, ‘সাভারের উলাইলে মধুমতি টাইলস ফ্যাক্টরির উল্টাপাশেই আমার চাপওয়ালা রেস্টুরেন্টটি অবস্থিত। বলা যায় সেখানে অল্পকিছুদিনের মধ্যে চাপওয়ালা মানসম্পন্ন খাবার দাবার পরিবেশন করে এলাকায় বেশ সাড়া ফেলেছে। দিনদিন চাপওয়ালার প্রতি সবার আগ্রহ বাড়ছে। কিন্তু ২৩ মার্চ গভীর রাতে সবাই যখন বাসায় চলে এসেছি, তখন প্রচণ্ড ঝড়ে চাপওয়ালার বাইরের বিরাটাকার সাইনবোর্ডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস এবং কাঁচ ভেঙ্গে যায়। তাতে চাপওয়ালার বাহ্যিক সৌন্দর্য্য ক্ষতিগ্রস্থ হয়।’
তিনি আরও বলেন, ‘এই ঝড়ে ব্যবসায়িকভাবে আমার বেশ ক্ষতি হয়েছে। আসলে প্রকৃতির উপর তো কারো হাত নেই। এটা মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। তারপরও মানুষের মন তো, মনটা খুব খারাপ হয়ে গেছে। দিনরাত অনেক শ্রম দিয়ে কষ্ট করে চাপওয়ালা দাঁড় করানোর চেষ্টা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক টাকার ক্ষতি হল।’
বাংলাদেশ জার্নাল/এসএ